• রবিবার, ১২ মে ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অনাবাদি জমি সমবায়ের মাধ্যমে চাষ করুন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে নেবে: পররাষ্ট্রমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণে ব্রহ্মপুত্রের পূর্বাভাস জানাবে চীন সম্পর্ক জোরদার করতে আসছেন ডোনাল্ড লু অনুমোদনহীন ক্যানটিন-ফার্মেসি বন্ধের নির্দেশ স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে বাংলাদেশসহ ১৪৩ দেশের ভোট, জাতিসংঘে প্রস্তাব পাস মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট পাবেন বাংলাদেশিরা বর্জ্য দিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ পরিচ্ছন্ন হবে ঢাকা নগরী এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে, সোমবার পৌঁছাবে কক্সবাজারে নতুন অর্থবছরে সব ধরনের কর হিসাব হবে স্বনির্ধারণী পদ্ধতিতে স্থাবর সম্পত্তি অর্জনে অনুমতি লাগবে বিদেশি সংস্থার বাণিজ্যে অবদান রাখায় সিআইপি কার্ড পেলেন ১৮৪ ব্যবসায়ী শাস্তির বিধান রেখে হচ্ছে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন যমুনায় দৃশ্যমান হলো বঙ্গবন্ধু রেল সেতু রোহিঙ্গাদের সহায়তায় ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র বছর শেষে আসছে রূপপুরের বিদ্যুৎ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য হচ্ছে বাংলাদেশ তিস্তার প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত ড. ওয়াজেদ মিয়া ছিলেন আণবিক গবেষণার পথিকৃৎ প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণপত্র দিলেন ভারতের পররাষ্ট্র সচিব

সিরাজগঞ্জে চাঁদাবাজি-হত্যাচেষ্টার মামলায় জেলহাজতে আ. লীগ নেতা

সিরাজগঞ্জ টাইমস / ৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন প্রামাণিক এ আদেশ দেন বলে ওই আদালতের পেশকার শামীম হোসেন জানান।

তিনি বলেন, রাজীব শেখ উচ্চ আদালতের দেয়া অস্থায়ী জামিনে ছিলেন। স্থায়ী জামিনের জন্য আবেদন করে আদালতে হাজির হলে বিচারক তা না নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছর শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নে নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা শ্রমিক নেতা মোক্তার হোসেন এবং আওয়ামী লীগ নেতা রাজীব শেখসহ কয়েকজনের মধ্যে দ্বন্ধ চলে আসছিল।

এরই জেরে চলতি বছরের ১৪ এপ্রিল শ্রমিক নেতার ছেলে মামুন হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় আহত মামুনের মা মনোয়ারা খাতুন বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতে ১৯ এপ্রিল মামলা দায়ের করেন। মামলায় রাজীব শেখসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

উল্লেখ্য, এ মামলাটি শাহজাদপুর আমলী আদালতে বিচারাধীন থাকার কথা থাকলেও আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সিরাজগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর