• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের রেল উন্নয়নে সহযোগিতায় আগ্রহী রাশিয়া রেলপথে মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা, শুরু জুলাই থেকে এআই প্রযুক্তিতে চলবে সরকারি অফিস অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ সংশোধন করা হচ্ছে শ্রম আইন রেডিয়েশন প্রয়োগে ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ গণতন্ত্র দখলকারীদের থেকে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন রোগীর প্রতি অবহেলা বরদাশত করব না স্কুলে থাকবে না দ্বিতীয় শিফট

সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে জমির মালিকদের পাওনা পরিশোধের দাবীতে ৮ মৌজাবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ টাইমস / ৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

সিরাজগঞ্জে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে ব্যক্তি মালিকানাধীন জমির পাওনা টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৮টি মৌজার অন্তত ২০ গ্রামবাসী।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া মহল্লায় পানি উন্নয়ন বোর্ড এর ক্রসবার বাঁধ-৩ এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পুঠিয়াবাড়ি, রায়পুর, বিয়াড়া, বড় পিয়ারী, বেলুটিয়া, মোরগ্রাম, ছোটপিয়ারী ও বনবাড়িয়া মৌজার ১০৮১.৭০ একর জমি নিয়ে অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাবনা দিয়ে সেখানে মাটি ভরাটের কাজ চলছে। কিন্তু এখনও এসব জমি অধিগ্রহণ করা হয় নাই। ৫ বছর ধরে সিএস, এসএ ও আরএস খতিয়ানে রেকর্ডভুক্ত জমির মালিকদের পাওনা টাকা পরিশোধ করার আশ্বাস দেয়া হচ্ছে। একে একে তিনজন জেলা প্রশাসক গেলেন কেউ কথা রাখেনি।
বক্তারা বলেন, একদিকে প্রধানমন্ত্রী গৃহহীনদের বাড়ী দিচ্ছেন অপরদিকে একশ্রেণির আমলারা মানুষের জমি কেড়ে নিচ্ছে। জনগন মাঠে নেমেছে তাদের অধিকার আদায় করে ছাড়বে। ঐক্যবদ্ধ জনগণকে দাবায়ে রাখা যাবে না।
৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে ও ৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এবং জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মনির সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নূর দীপু, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম হাসেম, ৮ মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিউর রহমান উল্লাস প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর