• বুধবার, ০১ মে ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন রোগীর প্রতি অবহেলা বরদাশত করব না স্কুলে থাকবে না দ্বিতীয় শিফট কোরবানির জন্য এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী চলতি বছর মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করবে বাংলাদেশ-থাইল্যান্ড মে থেকে বাংলাদেশে ফ্লাইট চালু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না চলতি মাসের ২৬ দিনে এলো ১৬৮ কোটি ডলার বাজেট হবে জনবান্ধব রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ সন্ত্রাসী আটক রুমায় সেনা অভিযানে দুই কেএনএ সন্ত্রাসী নিহত তাপদাহে দেশে লবণ উৎপাদনে রেকর্ড ফরিদপুরের ঘটনায় জড়িতদের ছাড় নেই প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দেশের ওষুধ যাচ্ছে ১৫৭ দেশে

সিরাজগঞ্জে কারাগারে নেবার পথে পালিয়েছে সাজাপ্রাপ্ত আসামি

সিরাজগঞ্জ টাইমস / ৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দণ্ডপ্রাপ্ত ২২ জেলেকে কারাগারে নেবার পথে নৌকা থেকে যমুনায়  লাফ দিয়ে পালিয়েছে সাজাপ্রাপ্ত জেলে বাছেদ আলী (২০)।

বুধবার ১১টায় তাদেরকে নৌকাযোগে কারাগারে পাঠানোর জন্য এনায়েতপুরে নেয়া হচ্ছিল।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে জেলে বাছেদ আলী। তাকে আটকের জন্য জোর তৎপরতা চালাচ্ছে থানা পুলিশ।

চৌহালী থানার ওসি হারুনার রশিদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ ধরা অসাধু জেলেদের ধরতে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন। এ সময়ে ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়।

পরে বুধবার সকালে বাছেদ আলীসহ আটক সব জেলেদের ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকাযোগে ১১টার দিকে নৌকাযোগে কারাগারে পাঠানোর জন্য এনায়েতপুরে নেয়া হচ্ছিল।

পথিমধ্যে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়ায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করে। তবে এখন পর্যন্ত তাকে ধরতে পারেনি পুলিশ।

তবে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টির ব্যাপারে ওসিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর