• রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভুল তথ্যে প্লট কেনা ও হস্তান্তরে বরাদ্দ বাতিল ‘অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী’ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থবছরের ১০ মাসে প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ৭০ কোটি ডলার মিলবে জুনে সরকারিকরণ হলো জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর বন্দিদের সুস্থ রাখতে নানা উদ্যোগ কারাগারে জুনে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে দ্বিতীয় ইউনিট দক্ষিণে বাড়ল কমিউটার ট্রেন যাত্রী পরিবহন শুরু আজ উপজেলা নির্বাচন উৎসবমুখর দেখতে চাই – প্রধানমন্ত্রী র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খুলনায় লবণাক্ত জমিতে বছরজুড়েই ফলছে ফসল সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের ‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’ বে টার্মিনাল প্রকল্পে গতি বাংলাদেশ ও গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা মামলার দ্রুত নিষ্পত্তিতে আশাবাদী বস্তিবাসীর জন্য ৯ কুলিং জোন করবে ডিএনসিসি

জ্বালানির মূল্য বৃদ্ধিতে দুশ্চিন্তায় উবার-পাঠাও চালকরা

সিরাজগঞ্জ টাইমস / ৬৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ আগস্ট, ২০২২

দেশব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রাইড শেয়ারিং মোটরসাইকেল চালকরা। শনিবার (৬ আগস্ট) রাজধানীর বেশ কয়েকজন উবার ও পাঠাও চালকদের সঙ্গে কথা বললে তারা এই তেলের দাম বাড়ায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেন।

রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোড থেকে আগারগাঁও যাবেন মোহাম্মদ আব্দুল্লাহ বিন্দু। দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল চালককে কত নিবেন জানতে চাইলে তিনি ১৮০ টাকা চেয়ে বসেন। পরে দরকষাকষির মাধ্যমে দেড়শ টাকা বললেও যেতে রাজি হোন না রাইড শেয়ারিং করা ওই মোটরসাইকেল চালক।

মো. ইক্রামুল হক নামে ওই চালক সাংবাদিকদের বলেন, আগের ভাড়াই ছিল দেড়শ টাকা। আজকে ৪০ টাকা বেশি দিয়ে তেল কিনছি। ত্রিশ টাকা বেশি চাইছি। অথচ উনি আগের ভাড়াতেই যাইতে চান। এ জন্যই আমি যাইতে পারিনি। সকালে পাম্প থিকা ২০০ টাকার তেল নিছি। এখন পর্যন্ত একজনও যাত্রী পাইনাই। একটু বেশি চাই বলে অনেকেই রাগারাগি করে চলে যাচ্ছেন। আমার আর কি করার আছে। তেলের দাম বাড়লে ভাড়াত বাড়বই।

মহাখালীর আমতলী মোড়ে দাঁড়িয়ে আছে বেশকিছু মোটরসাইকেল। এমন সময় হঠাৎ এক নারী রেগে উঠেন। বললেন, আগে ৮০ টাকা দিয়ে যাইতাম। এখন ১২০ টাকা কেন?

পরে রাগারাগির কারণ জানতে চাইলে মো. রকোনুজ্জামান সানি নামে এক পাঠাও চালক বলেন, মহাখালী থেকে উনি কারওয়ান বাজার যেতে চান। তিনিই আমাকে ৮০ টাকা বলেছেন। কিন্তু আমি তাকে ১২০ টাকা বলছি, তাতে উনি যাবেন না।

তেলের দাম বাড়াতে ক্ষোভ জানিয়ে এই চালক বলেন, কিছুই করার নাই। আমরা ভাড়া বেশি চাই বলে জনগণ রাগ করে। আবার কম নিলেও খরচ উঠে না। কি আর করার, ইনকামও অর্ধেক হবে।

এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা আরও এক রাইড শেয়ারিং চালক বলেন, অনেকেই এসে বলে অ্যাপসে যাবে। কিন্তু তেলের দাম বাড়ছে, অ্যাপ তো এখন আপডেট হয়নাই। এ জন্য আমাদেরই বিপদ হইছে। অনেকে আবার দরদাম করেন ঠিকি; কিন্তু ভাড়া শুনে আর যেতে রাজি হন না।

এ দিকে শুক্রবার (৫ আগস্ট) মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে সরকার ঘোষিত ডিজেল, পেট্রল, কেরোসিন, ও অকটেনের নতুন দাম। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬, পেট্রলে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় কিনতে হচ্ছে।

আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর