• বুধবার, ০১ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন রোগীর প্রতি অবহেলা বরদাশত করব না স্কুলে থাকবে না দ্বিতীয় শিফট কোরবানির জন্য এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী চলতি বছর মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করবে বাংলাদেশ-থাইল্যান্ড মে থেকে বাংলাদেশে ফ্লাইট চালু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না চলতি মাসের ২৬ দিনে এলো ১৬৮ কোটি ডলার বাজেট হবে জনবান্ধব রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ সন্ত্রাসী আটক রুমায় সেনা অভিযানে দুই কেএনএ সন্ত্রাসী নিহত তাপদাহে দেশে লবণ উৎপাদনে রেকর্ড ফরিদপুরের ঘটনায় জড়িতদের ছাড় নেই প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দেশের ওষুধ যাচ্ছে ১৫৭ দেশে

এ মাসেই বেসরকারিভাবে জ্বালানি আমদানি উন্মুক্ত

সিরাজগঞ্জ টাইমস / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি, বিপণন ও মজুদের বিষয়টি চলতি মাসেই উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, এসংক্রান্ত নীতিমালা করা হয়েছে। জানুয়ারি মাসেই চূড়ান্ত ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের (ডিপিডিসি) স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের অংশীজনদের ওয়ার্কশপে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকাশ দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব হাবিবুর রহমান। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেল উন্মুক্ত করে দেওয়ার পর বিদ্যুৎ বিতরণও বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা আছে। নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খোলাবাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে প্রতিযোগিতা তৈরি হবে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম সমন্বয় হবে। সেই সঙ্গে সেবাও উন্নত করতে হবে। যত বেশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া যাবে, তত বেশি আয় করা সম্ভব হবে।

তিনি বলেন, হাতিরঝিলে, বিমানবন্দরের খোলা জায়গায় সৌর বিদ্যুৎ প্যানেল করা যেতে পারে। এসব কারণে স্মার্ট গ্রিডের গুরুত্ব অনেক। স্মার্ট গ্রিড পলিসি তৈরি করতে হবে। সেই সঙ্গে সচেতনতাও বাড়াতে হবে। তবে তার আগে নিজেদের কর্মীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া দরকার। বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে বলেও উল্লেখ করেন নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘স্মার্ট গ্রিডে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) এগিয়ে থাকা উচিত ছিল, কিন্তু ডেসকো, নেসকো ও ডিপিডিসি এগিয়ে আছে। বিপিডিবিকে আরো গুরুত্ব দিয়ে স্মার্ট গ্রিডের কাজ করার পরামর্শ দেন তিনি। ’

বিদ্যুৎসচিব হাবিবুর রহমান বলেন, ‘২০২১ সালের মার্চে শতভাগ বিদ্যুৎ ঘোষণার পর থেকেই আমরা স্মার্ট গ্রিড ডিস্ট্রিবিউশন ও স্মার্ট প্রি-পেইড মিটারের কাজটি বাস্তবায়ন করছি। বিতরণকারী কম্পানিগুলোর মধ্যে স্মার্ট গ্রিড ডিস্ট্রিবিউশনে সবচেয়ে অগ্রগামী ডেসকো। ডিপিডিসি কোয়ালিটি ইলেকট্রিসিটি বিতরণ করতে চায়। ডিপিডিসিও অতি শিগগিরই স্মার্ট ডিস্ট্রিবিউশনে চলে যাবে। ’

তিনি বলেন, ‘রাজধানীতে ডিপিডিসি ও ডেসকো—এই দুটি প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণ করছে। তাদের মধ্যে সমন্বয় থাকবে। তারা সমন্বয় করে কাজ করবে, সেটাই তো আমরা চাই। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর