• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের রেল উন্নয়নে সহযোগিতায় আগ্রহী রাশিয়া রেলপথে মাত্র ৪ ঘণ্টায় ঢাকা থেকে খুলনা, শুরু জুলাই থেকে এআই প্রযুক্তিতে চলবে সরকারি অফিস অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ সংশোধন করা হচ্ছে শ্রম আইন রেডিয়েশন প্রয়োগে ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ গণতন্ত্র দখলকারীদের থেকে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন রোগীর প্রতি অবহেলা বরদাশত করব না স্কুলে থাকবে না দ্বিতীয় শিফট

উল্লাপাড়ায় বৃহত্তর পাটের গুদামে আগুন লেগে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিরাজগঞ্জ টাইমস / ১৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

আগুনে পুড়লো বৃহত্তর পাটের গুদামঃ প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিঃস্ব গুদাম মালিকেরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ১০টি পাটের গুদাম। এতে প্রায় ১৭ হাজার মন পাট ও ৬০ হাজার পিছ পাটের বস্তা পুছে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৮ কোটি টাকা।

সোমবার (৭ নভেম্বর ) দিবাগত রাত ২ টার দিকে পৌরশহরের ঝিকিড়া পাট বন্দর এলাকার বৃহত্তর পাটের গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি জানিয়েছে মালিকপক্ষ।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, গোডাউনগুলো ভাড়া নিয়ে ১৩ জন ব্যবসায়ী পাট মজুদ করে রাখতো। এদের মধ্যে মোকলেছুর রহমান ডাবলু ২৫০০ মন, ইউনুছ আলী তালুকদারের ছিল ১২০০ মন,আইয়ুব আলীর ৪০০ মন, শামীম রেজার ২০০ মন, রিপন ১০০০ মন, শ্রী গজন কুমার সাহা ১২০০ মন, আসাদুল ইসলাম ৪০০০ মন, রজব আলী ২০০০ মন, সোলাইমান ২০০০ মন, আব্দুর রউফ সরকার ২৫০ মন, শ্রী লোটন কুমার কুন্ডু ৩০০ মন, শহিদুল ইসলাম বস্তা মালিক ৬০ হাজার বস্তা। এছাড়াও আরো অনেক ব্যবসায়ী তারা সেখানে পাট ও পাটের বস্তা মজুত করে পরে রপ্তানি করতো।

গুদামের শ্রমিকেরা জানান, হঠাৎ
মধ্যরাতে এলাকাবাসী চিৎকার-চেঁচামেচিতে তাঁদের ঘুম ভেঙে যায়। বেরিয়ে দেখেন গুদামে আগুন জ্বলছে। গুদামের সামনের দিকে লাগা আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে যায় ১০ টি গুদামে মুহুর্তেই শেষ হয়ে শুরু করে।

সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উল্লাপাড়া ফায়ার সার্ভিস । পরে পাবনা সহ পাশবর্তী উপজেলা থেকে যোগ দেয় আরও ৭ টি ইউনিট। মোট ৮ টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার (৮নভেম্বর) ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গুদামে থাকা পাটের মালিক আসাদুল ইসলাম জানান, গুদামে তাঁর ৪ হাজার মন পাট ছিল। বর্তমান তার বাজার মুল্য প্রায় দেড় কোটি টাকা। এতবড় ক্ষতি হওয়ায় তিনি এখন নিঃস্ব। পরিবার পরিজন নিয়ে কেমনে দিন চলবে কান্না কান্না কন্ঠে এমনটাই বলছিলেন তিনি।

অপর এক ব্যবসায়ী ইউনুছ আলী জানান, গুদামে ১ হাজার ২০০ মন পাট রেখে পরে রপ্তানি করতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। রাতের এমন ঘটনা সব আশা ভরসা শেষ হয়ে গেল। আগুন লিভলেও রেখে গেল ক্ষতর চিহ্ন।

উল্লাপাড়া পাট বন্দর বনিক সমিতির সহ-সভাপতি মোকলেছুর রহমান ডাবলু জানান, গুদামে তার ২ হাজার ৫০০ মন পাট মজুদ ছিল। কিছুদিন আগেই কৃষকদের কাছ থেকে পাট সংগ্রহ করে গুদামে মজুদ করে রাখা হয়েছিল। এমন ঘটনায় সব শেষ হয়ে গেল। তবে আগুন লেগে পাট পুড়ে যাওয়ায় ঘটনায় এই সব অঞ্চলে পাটের সংকট দেখা দিতে পারে।

উল্লাপাড়া জুট ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। ১০ টি গুদামে থাকা প্রায় ১৭ হাজার মন পাট এবং ৬০ হাজার পিছ বস্তা পুরে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমান প্রায় ৮ কোটি টাকা।

এবিষয়ে ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (পাবনা অঞ্চল) সাফিউল হাসান ভূইয়া জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর