• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবশেষে ‘অবৈতনিক’ হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি সংকটেও উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল সুদের হার বাজারভিত্তিক করা হবে গভর্নর সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৮ হাজার কোটি টাকা বেড়েছে প্রবাস আয় বাড়ানোর জন্য রেমিট্যান্স কার্ড প্রবর্তনের সুপারিশ ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধার পরিবারকে আবাসন সুবিধা দেবে সরকার প্রত্নসম্পদের ক্ষতি করলে ১০ বছর কারাদণ্ড মেয়াদোত্তীর্ণ ইউনিয়নে বসবে প্রশাসক রোহিঙ্গা মামলা চালাতে আর্থিক সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সশস্ত্র বাহিনীকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য ভুল তথ্যে প্লট কেনা ও হস্তান্তরে বরাদ্দ বাতিল ‘অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী’ রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের চলতি অর্থবছরের ১০ মাসে প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ১৮ শতাংশ নিউরোসায়েন্সেস ইনস্টিটিউটে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ৭০ কোটি ডলার মিলবে জুনে সরকারিকরণ হলো জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর বন্দিদের সুস্থ রাখতে নানা উদ্যোগ কারাগারে

উল্লাপাড়ায় বজ্রপাতে নিহত ৫ কৃষক পরিবারকে মেয়র নজরুলের আর্থিক সহায়তা

সিরাজগঞ্জ টাইমস / ৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে বজ্রপাতে নিহত ৯ জনের মধ্যে পৌর এলাকার শিবপুরের একই পরিবারের নিহত ৫ কৃষক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বজ্রপাতে একই পরিবারের নিহত ৫ কৃষক পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক প্রদান করেন উল্লাপাড় পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। এ সময় তিনি প্রতিটি পরিবারের খোঁজ খবর নেন এবং আগামীতেও তাদের পাশে থাকার আশ্বাস দেয়ার পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও বজ্রপাতে নিহত ও অসুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় মেয়র নজরুল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক। সহায় সম্বলহীন এ সমস্ত পরিবারকে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, বিত্তশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা তাদের পাশে দাঁড়াবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বামী, সন্তান, বাবা, ভাই ও চাচাকে হারিয়ে সর্বশান্ত মর্জিনা বেগম বলেন, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, কেউ নেই। চোখ মুখে শুধু অন্ধকার দেখি। এমন ভয়ংকর দিন আসবে জীবনে কখনো ভাবতে পারিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মেয়র নজরুলের তাৎক্ষণিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লæত হয়ে পড়েন। তারা সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মানবিক পৌর মেয়র এস এম নজরুল ইসলামের জন্য দোয়া ও প্রার্থনা করেন।

এ সময় পৌরসভার স্থানীয় কাউন্সিলর মো: আজাদ হোসেন, প্রকৌশলী সাফিউল কবির, ছাত্রলীগ নেতা মোঃ স্বপন আকন্দসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামে শ্রমিকেরা মাঠে কৃষি কাজ করছিল। বিকেল ৫টার দিকে কালো মেঘে আকাশ ঢেকে যায় এবং বৃষ্টিপাত শুরু হয়। এ সময় শ্রমিকেরা একটি শ্যালোঘরে আশ্রয় নিলে হঠাৎ শ্যালোঘরের উপর আচমকা বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৫জনসহ ৯ নিহত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর