• বুধবার, ০১ মে ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘প্রতিরোধ যোদ্ধাদের’ স্বীকৃতি দিতে কমিটি বাড়ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সরকারি ক্রয় আইন পরিবর্তনের সুপারিশ শৃঙ্খলা ভঙ্গকারীরা পড়বেন ব্ল্যাকলিস্টে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পাবে প্রাথমিক স্কুল থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ফিরেছেন রোগীর প্রতি অবহেলা বরদাশত করব না স্কুলে থাকবে না দ্বিতীয় শিফট কোরবানির জন্য এক কোটি ৩০ লাখ গবাদিপশুর জোগান রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী চলতি বছর মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করবে বাংলাদেশ-থাইল্যান্ড মে থেকে বাংলাদেশে ফ্লাইট চালু করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স ও এয়ার চায়না চলতি মাসের ২৬ দিনে এলো ১৬৮ কোটি ডলার বাজেট হবে জনবান্ধব রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ সন্ত্রাসী আটক রুমায় সেনা অভিযানে দুই কেএনএ সন্ত্রাসী নিহত তাপদাহে দেশে লবণ উৎপাদনে রেকর্ড ফরিদপুরের ঘটনায় জড়িতদের ছাড় নেই প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দেশের ওষুধ যাচ্ছে ১৫৭ দেশে

ইপিজেড শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন

সিরাজগঞ্জ টাইমস / ৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) কর্মরত শ্রমিকদের মজুরি সমন্বয়ের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। এই বোর্ড ইপিজেডের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ করবে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বোর্ড গঠনের ঘোষণাসহ ১১ জন সদস্যের নাম প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এর ২ নং আইনের ধারা-৬৫তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার ইপিজেড বা জোনস্থ শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সদস্য সমন্বয়ে ইপিজেড নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলো।

বোর্ডের কর্মপরিধি হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মজুরি বোর্ড ইপিজেডস্থ বা জোনস্থ শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ইপজেড বা জোনবহির্ভূত এলাকার শিল্প-কারখানার নিম্নতম মজুরি বা বেতনকাঠামো এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে সরকারের কাছে শিগগিরই সুপারিশ পেশ করবে। প্রয়োজনবোধে প্রয়োজনীয়সংখ্যক সদস্যকে কো-অপ্ট করতে পারবে। এমনকি প্রয়োজনে মজুরি বোর্ড পুনর্গঠন করতে পারবে।

বোর্ড সদস্যদের মধ্যে আরো আছেন, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং সেকশন সেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররাফ হোসেন, প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, জি এইচ হেইউয়ে কম্পানি লিমিটেড, শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও ঢাকা ইপিজেডের শ্রমিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মুক্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর