• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দেশের ওষুধ যাচ্ছে ১৫৭ দেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মূল সড়কে বন্ধ হচ্ছে মোটরসাইকেল: বিআরটিএ চেয়ারম্যান গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিল ভারত আগামীকাল দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ স্বাস্থ্য বিভাগে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থীতা বাতিল: ইসি রাশেদা ৯ মে থেকে হজের ফ্লাইট শুরু সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে শেখ জামালের আজ ৭১তম জন্মদিন নারীর প্রতি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আড়াই মাসে টিআইএনধারী বেড়েছে ২ লাখ সিসি ক্যামেরার আওতায় আসবে কক্সবাজার প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের: সমাজকল্যাণ মন্ত্রী নতুন ১১ জেলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে আসছে পড়াশোনার শিক্ষা চ্যানেল এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী

কাজিপুরে মডেল হতে পারে বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়

সিরাজগঞ্জ টাইমস / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের সদিচ্ছা ও সহযোগিতা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আমূল বদলে দিতে পারে। হতে পারে রোল মডেল। এমনই উদাহরণ সৃষ্টি করেছে কাজিপুরের ৩৬ নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি অমিত হাসান নয়ন।
দাদা হযরত পন্ডিতের হাতে ১৯৩৩ সালে  প্রতিষ্ঠিত বিদ্যালয়টি যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকায় ঢিমেতালে চলছিল। বছর খানেক আগে নয়ন সভাপতি নির্বাচিত হন। এর পর থেকেই বদলাতে থাকে পরিবেশ পরিস্থিতি, শিক্ষার্থীর সংখ্যা এবং শিক্ষার মান। কোমলমতি শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ হিসেবে বিদ্যালয়ের নামাঙ্কিত খাতা, প্রতি ক্লাসে দেয়াল ঘড়ি, নিরাপদ পানীয় জলের জন্য পাম্প, প্রাক প্রাথমিকের জন্য ৩০ টি টেবিল, সততা স্টোরের মূলধন এবং তথ্য প্রযুক্তি সরঞ্জামদি ও  ইউনিফর্ম।
এর বাইরে অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে বিভিন্ন সময় উঠান বৈঠকের আয়োজন করেন নিয়মিত। বর্তমান অবস্থা সন্তোসজনক উল্লেখ করে তিনি বলেন, বিদ্যালয়ের ক্লাস অনলাইনে মনিটরিং করি, ভবিষ্যতে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনাসহ বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দেশের রোল মডেল হিসেবে পরিচিত করতে চাই।
সোমবার ৯ জানুয়ারি বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,  অভিভাবকদের সচেষ্ট থাকায় আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ধায় চা স্টলে সময় না দিয়ে সন্তানের কাছে বসুন, সন্তানের খবর নিতে হবে, সাবধান হতে হবে, লেখাপড়া ঠিকঠাক করে কিনা দেখতে হবে তা নাহলে আপনার পরিশ্রম কোন কাজে আসবেনা।
নদী কবলিত এলাকার মানুষের লেখাপড়ার বিকল্প নেই। এ ছাড়াও তিনি সভাপতি অমিত হাসান নয়নের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও সুখময় সরকার, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। বক্তব্য রাখেন, শুভগাছা ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,
সহকারী শিক্ষা অফিসার আবু সাইদ
কাজিপুর উপজেলা প্রধান শিক্ষক সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সাবেক সভাপতি আলী আশরাফ (খোকা), প্রাক্তন সহকারী শিক্ষক আব্দুস সালাম।
বিদ্যালয় সভাপতি অমিত হাসান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু সাইদ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নূর জাহান, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর