• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা নির্বাচনে দেড় লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতকরণে বদ্ধপরিকর বাতিল হচ্ছে রিটার্ন অ্যাসেসমেন্ট প্রথা টিসিবির পণ্য আজ থেকে বিক্রি শুরু অর্থনীতির গেম চেঞ্জার মাতারবাড়ী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের মিছিল-সমাবেশ সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ড্রোনের মাধ্যমে মনিটরিং বদলে যাচ্ছে পাঠদানব্যবস্থা টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর অবশেষে ‘অবৈতনিক’ হচ্ছে নিম্ন মাধ্যমিক স্তর হাওরে ধান কাটা হলো সারা, কৃষক পরিবারে স্বস্তির হাসি সংকটেও উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল সুদের হার বাজারভিত্তিক করা হবে গভর্নর সংশোধিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি ৮ হাজার কোটি টাকা বেড়েছে প্রবাস আয় বাড়ানোর জন্য রেমিট্যান্স কার্ড প্রবর্তনের সুপারিশ ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধার পরিবারকে আবাসন সুবিধা দেবে সরকার প্রত্নসম্পদের ক্ষতি করলে ১০ বছর কারাদণ্ড মেয়াদোত্তীর্ণ ইউনিয়নে বসবে প্রশাসক রোহিঙ্গা মামলা চালাতে আর্থিক সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সলঙ্গায় বিদ্যালয়ের গাছ কাটলেন সভাপতি

সিরাজগঞ্জ টাইমস / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের চকমনোহরপুর একে আজাদ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র এর সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২টি গাছ কাটার অভিযোগ উঠেছে।

তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চকমনোহরপুর একে আজাদ উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র এর সভাপতি।

শুক্রবার বেলা ১১ দিকে ওই বিদ্যালয় চত্বর থেকে ১টি ইউক্যালিপটাস ও একটি মেহগনি গাছ কাটা হয়েছে।

জানা গেছে,চকমনোহরপুর একে আজাদ উচ্চ বিদ্যালয় চত্বরে দীর্ঘদিন আগে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়। সেখান থেকে শুক্রবার ২টি গাছ কাটা হয়। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে কাটা গাছ বিদ্যালয় চত্বর থেকে অপসারণ করতে পারেনি সভাপতি। ফলে বিদ্যালয় চত্বরেই পাড়ে আছে কাটা গাছ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, বিদ্যালয়ের সভাপতি একটা গাছ কাটার কথা বলেছে। তবে এ বিষয়ে উপজেলা কোন কর্মকর্তাকে বলা হয়নি।

বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন,বিদ্যালয়ের সভাপতির ক্ষমতাবলে ২টি গাছ কেটেছি। সরকারিভাবে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিনা।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন,গাছ কাটার খবর পেয়ে স্থানীয় মেম্বর ও ভূমি অফিস থেকে দুই জনকে পাঠানো হয়েছে। গাছ ২টি স্থানীয় মেম্বরের জিম্মায় রাখা হয়েছে। গাছ কাটার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর