• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর প্রতি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বাংলাদেশ শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আড়াই মাসে টিআইএনধারী বেড়েছে ২ লাখ সিসি ক্যামেরার আওতায় আসবে কক্সবাজার প্রতিবন্ধীদের মূল ধারায় আনতে প্রচেষ্টা আছে সরকারের: সমাজকল্যাণ মন্ত্রী নতুন ১১ জেলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে আসছে পড়াশোনার শিক্ষা চ্যানেল এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন নয়: গণপূর্তমন্ত্রী পাহাড়ে শেখ হাসিনার আমলে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে-পার্বত্য প্রতিমন্ত্রী রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদন চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত সলঙ্গায় তীব্র তাপদাহে পানি ও স্যালাইন বিতরণ করলেন যুবলীগ নেতা রাজিব পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ জিআই সনদ পেল টাঙ্গাইল শাড়িসহ আরো ১৪ পণ্য গ্যাসের সিস্টেম লস শূন্যে নামানো হবে : নসরুল হামিদ আগামী মাসে বাংলাদেশ-চীন সামরিক মহড়া, নজর রাখবে ভারত মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বেনজীর ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে দুদকের চিঠি

প্রেমে পড়লেও কর্তৃপক্ষকে জানাতে হবে

সিরাজগঞ্জ টাইমস / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মানুষ প্রেমে পড়লে প্রথমে চিন্তা করে মা-বাবাকে জানানোর কথা। কারণ দুপক্ষের অভিভাবকদের না জানালে প্রেমকে সফলভাবে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ার পথটা মসৃণ হয় না। কিন্তু প্রেমে পড়লে কর্তৃপক্ষকে জানানোর নিয়ম জারি করেছে ইসরায়েল। আর তাদের এই নিয়ম ফিলিস্তিনিদের জন্য।

রোববার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি যদি পশ্চিম তীরের কোনো ফিলিস্তিনি নাগরিকের প্রেমে পড়েন, তবে তাকে ইসরায়েরের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানাতে হবে। যদি তারা বিয়ে করেন তাহলে তাদের ২৭ মাস পর একটি বিরতি দিয়ে ৬ মাসের জন্য ফিলিস্তিন ছেড়ে চলে যেতে হবে।

নতুন নিয়মটি পশ্চিম তীরে বসবাসকারী বা পর্যটনে ইচ্ছুক বিদেশিদের জন্য তৈরি নিয়মাবলি আরো কঠোর করার একটি অংশ। বেশ কয়েকটি ফিলিস্তিনি ও ইসরায়েলি এনজিও নতুন স্তরের এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।

আজ থেকে পশ্চিম তীরে চালু হওয়া নতুন নিয়মের ধারা বিবরণীতে বলা হয়, কোনো ফিলিস্তিনির সঙ্গে সম্পর্ক শুরুর ৩০ দিনের মধ্যেই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। একই সঙ্গে এই নিয়মের আওতায় কোটাভুক্ত হতে পারবেন ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থী ও ১০০ জন শিক্ষক। অবশ্য ইসরায়েলের ক্ষেত্রে এ ধরনের কোনো কোটাই থাকছে না।

ব্যবসায়ী ও সাহায্য সংস্থাগুলো বলছে, এই নিয়মে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই ইসরায়েল সরকার ভিসা ও এর মেয়াদের বাড়ানোর ওপর কঠোর সীমাবদ্ধতা নির্ধারণ করেছে। প্রায়ই পশ্চিম তীরে কয়েক মাসের বেশি সময় ধরে স্বেচ্ছাসেবীদের কাজ করতে হয়। ভিসা জটিলতায় তাদের কাজ বাধাগ্রস্ত হয়। আর এ নতুন নিয়ম, ভিসার ক্ষেত্রে আরেকটি খড়গ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর