• রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গা সৈকত ঘিরে মাস্টার প্ল্যান তৈরিসহ একগুচ্ছ সিদ্ধান্ত কর্মপরিধি বাড়ছে জাতীয় হেল্পলাইন কল সেন্টারের উত্তরের যোগাযোগে আসবে গতি চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্ট গ্রুপ হেমায়েতপুরে হবে বহুতল টার্মিনাল চাহিদার চেয়ে ২৩ লাখের বেশি পশু প্রস্তুত দেশকে আরও এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল একটা জাগরণ : নানক শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন বৈদেশিক ঋণের প্রকল্পে বিশেষ নজর দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ দেশি শিং মাছের জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফলতা একক গ্রাহকের ঋণসীমা অতিক্রম না করতে নির্দেশ ব্যাংকগুলোকে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ রপ্তানি আয়ের লক্ষ্য ১১০ বিলিয়ন ডলার ২-৩ বছরের মধ্যে মহাকাশে যাবে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রত্যাশা নতুন অধ্যায়ের বিপিসির এলপি গ্যাস বটলিং প্ল্যান্ট আধুনিকায়ন, জুনে চালু রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে না সেমিকন্ডাক্টর খাতে ১০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের সম্ভাবনা

প্রায়োগিক সাক্ষরতার হার ৭৩ শতাংশ

সিরাজগঞ্জ টাইমস / ৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

সাক্ষরতার ক্ষেত্রে এবার আরও এগিয়ে গেল বাংলাদেশ। অর্থাৎ শুধু অক্ষরজ্ঞান সম্পন্ন নয়, এখন দেশে ১১-৪৫ বছর বয়সির মধ্যে প্রায়োগিক সাক্ষরতার হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। ২০১১ সালে এ হার ছিল ৫৩ দশমিক ৭০ শতাংশ। গত ১৩ বছরে এই হার বেড়েছে ১৯ দশমিক ৯৯ শতাংশ।

পুরুষদের মধ্যে বর্তমানে প্রায়োগিক সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ১০ এবং নারীদের ৭৩ দশমিক ২৫ শতাংশ। প্রতিবেদনে দেখা গেছে, সাক্ষরতার ক্ষেত্রে ব্যাপক গুণগত পরিবর্তন এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রায়োগিক সাক্ষরতা নিরূপণ জরিপ ২০২৩-এর ফলাফলে এসব তথ্য জানা গেছে। আজ সোমবার বিবিএসে প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিবিএস’র মহাপরিচালক মো. মতিয়ার রহমান রোববার যুগান্তরকে বলেন, শুধু সাক্ষরতা নিরূপণের ক্ষেত্রে যারা লিখতে ও পড়তে পারতেন তাদের সাক্ষর হিসাবে গণ্য করা হতো। কিন্তু প্রায়োগিক সাক্ষরতায়-লেখা ও পড়তে পারার পাশাপাশি আরও দুটি বিষয় যোগ হয়। যেমন সাধারণ জ্ঞান বা নজরুল ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে বলতে পারবে জাতীয় ও বিশ্বকবি ইত্যাদি। এ ছাড়া কিছু অঙ্ক কষতে জানতে হবে। যেমন-যোগ ও বিয়োগ করা শিখলে সব মিলিয়ে তাদের প্রায়োগিক সাক্ষর মানুষ বলা যায়। এক কথায় বলতে গেলে, যে সাক্ষরতা বাস্তব জীবনের প্রয়োগ করা যায় সেটাই প্রায়োগিক সাক্ষরতা। বিবিএস সূত্র জানায়, প্রায়োগিক সাক্ষরতা নিরূপণে এ জরিপটি ব্যতিক্রম। কারণ এর মাধ্যমে সাক্ষরতার হার যাচাইয়ে নির্বাচিত প্রত্যেক ব্যক্তির ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে ন্যূনতম ৫০ নম্বর পেলে প্রায়োগিক সাক্ষর বলে ধরা হয়। ৭-১৫ বছর এবং ১৫ থেকে তদূর্ধ্ব-এ দুটি বয়সের ক্যাটাগরিতে আলাদা প্রশ্নপত্রের মাধ্যমে জরিপ করা হয়েছে। জপির পরিচালনা প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে ২০২১ সালের জানুয়ারি থেকে গত জুন মাস পর্যন্ত। দেশের ৬৫ জেলার চার হাজার ৯৬টি প্রাইমারি স্যাম্পল এরিয়া বা পিএসইউ থেকে ৮১ হাজার ৯২০টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রতি পিএসইউতে ২০টি করে খানা বা পরিবার ধরা হয়েছে। এ কাজে গণনাকারী ছিলেন এক হাজার ২৪ জন। এর আগে ২০০৮ এবং ২০১১ সালে দুটি জরিপ করা হয়েছিল।

২০২৩ সালের জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, সাত বছর থেকে উপরের বয়সিদের প্রায়োগিক সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে পুরুষ ৬৩ দশমিক ৯৭ শতাংশ এবং নারীর হার ৬১ দশমিক ৬৬ শতাংশ। পল্লী এলাকায় এ হার ৫৮ দশমিক ৮৬ শতাংশ। এর মধ্যে পুরুষ ৫৯ দশমিক ৭১ শতাংশ এবং নারী ৫৭ দশমিক ৮৬ শতাংশ। শহর এলাকায় প্রায়োগিক সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭১ দশমিক ৯৮ দশমিক ৮৬ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৩ দশমিক ৫৮ শতাংশ এবং নারী ৭০ দশমিক ৯ শতাংশ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের প্রধান নির্বাহী রাশেদা কে চৌধুরী যুগান্তরকে বলেন, সরকারি সংস্থার পক্ষে এ রকম জরিপ করে তথ্য জনসম্মুখে প্রকাশ করাটা প্রশংসার বিষয়। বিবিএস’র এই প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রায় ৭৪ শতাংশ মানুষ প্রায়োগিক সাক্ষর হয়েছে। এর পেছনে প্রধান ভূমিকা রেখেছে প্রাথমিক শিক্ষা। এর জন্য সরকারের জোরালো আলাদা কোনো কর্মসূচি নেই। সেই সঙ্গে ১১-৪৫ বছর বয়সি আরও ২৬ শতাংশ মানুষ যে প্রায়োগিক সাক্ষরতার বাইরে আছে সেটিও কম নয়। সরকারিভাবে এখানে বিনিয়োগ বাড়ানো দরকার। পাশাপাশি প্রকল্প না নিয়ে জাতীয়ভাবে কর্মসূচি থাকা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর