• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য ৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না বে-টার্মিনালে বিনিয়োগ হবে দশ বিলিয়ন ডলার ডেঙ্গু নিয়ন্ত্রণে মে থেকেই অভিযান আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করতে চায় ভারত মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ কৃষকের মধ্যে সাড়া ব্যাংক একীভূত হলেও আমানত সুরক্ষিত থাকবে: বাংলাদেশ ব্যাংক হজযাত্রীদের সহযোগীতার আশ্বাস সৌদির আইনের আওতায় আসবে সব ধরনের অনলাইন সেবা সাইবার অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা সলঙ্গায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মারপিট আ’লীগ নেতা আরাফাতকে গ্রেফতার দাবীতে মানববন্ধন সলঙ্গা থানা যুবলীগের সভাপতি পদে সিভি জমা দিলেন রিয়াদুুল ইসলাম ফরিদ ডিজিটাল জরিপকালে জমির মালিকদের জানাতে হবে সিলেট ও কুষ্টিয়ার সেই দুই ইউপি চেয়ারম্যান পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন বিমানবন্দর-গাজীপুর বিআরটি করিডোরের জন্য কেনা হচ্ছে ১৩৭টি এসি বাস ঢাকার পয়ঃবর্জ্য ও গ্যাস লাইন পরীক্ষা-নিরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ আমানতের মুনাফার ওপর কর দিতে হবে না চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক

আসামে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন করলেন ড. মোমেন

সিরাজগঞ্জ টাইমস / ৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)তে ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং ‘বঙ্গবন্ধু গার্ডেন’ উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার এনআইটির ভারতরত্ন ড. এপিজে আবদুল কালাম লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টারে বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধু গার্ডেনটি ইনস্টিটিউটের লাইব্রেরি প্রাঙ্গণে স্থাপন করা হয়।

এনআইটি পরিচালক অধ্যাপক রজত গুপ্তের সঙ্গে বঙ্গবন্ধু কর্নার ও গার্ডেন উদ্বোধনের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

এনআইটির মতো একটি প্রতিষ্ঠিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ডিজিটাল আর্কাইভ রয়েছে সেখানে বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধু গার্ডেন স্থাপন করায় মোমেন ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে নির্যাতিত মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধুর জীবনব্যাপী সংগ্রামের পাশাপাশি তার নীতি ও স্বপ্ন সম্পর্কে আরো জানতে পারবে।
এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত কিভাবে বাংলাদেশকে সমর্থন করেছিল সে বিষয় শিক্ষার্থীরা জানতে পারবে বলেও জানান তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ ও ভারত একই ধরনের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষার গভীর বন্ধনে আবদ্ধ। জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ থাকলে, আমাদের (বাংলাদেশ ও ভারত) মধ্যে কোনো বাধা থাকতে পারে না।

বঙ্গবন্ধু গার্ডেনে একটি চারা রোপণকালে পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও উন্নয়নের ওপর নিজের  লেখা ও সম্পাদিত কিছু বই বঙ্গবন্ধু কর্নারে উপহার দেন।

আসামের শিলচরে ২-৩ ডিসেম্বর অনুষ্ঠিত ‘১ম শিলচর-সিলেট ফেস্টিভ্যাল-২০২২’-এ প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর অতিক্রম করে ভারতীয় অংশের সুতারকান্দি সীমান্তে পৌঁছলে তাকে এবং তার প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ায় মোমেন গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ইকবালুর রহিম, গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, মহিবুর রহমান মানিক, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মুবিন চৌধুরী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সিলেটের গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর