সিরাজগঞ্জের সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদ্রাসার হল রুমে ২ শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপ। প্রতি বছরের ন্যায় এবারেও শীতে কাহিল সলঙ্গা এলাকার অসহায়, ছিন্নমুলদের পাশে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন “প্রিয় সলঙ্গার গল্প” মানবিক সংগঠনটি।
এ উপলক্ষে শনিবার (৪ জানুয়ারী) বেলা ১১টার দিকে সংক্ষিপ্ত এক আলোচনা সভা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কে এম আমিনুল ইসলাম হেলালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, চীফ এডমিন শাহ আলম। এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মো. আবু হাসান (রুবেল) আইন কর্মকর্তা, র্যাব হেডকোয়ার্টার ঢাকা, সলঙ্গা থানার ওসি মনিরুজ্জামান, উপদেষ্টা আলহাজ্ব দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক তাজ উদ্দিন প্রমুখ।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সকলকে নিয়ে এই সংগঠন পথ চলছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে। আল্লাহ্ যেন আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।