• শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে সভাপতি আবু বকর সিদ্দীক,সম্পাদক রনজক রিজভী সলঙ্গা থানা ইলেকট্রিক এন্ড প্লাম্বিং সমবায় সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অমর একুশে বইমেলা-২০২৫ এ তাজবীর সজীবের ৫ বই সলঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ যমুনার তীর রক্ষায় আর দুর্নীতি হবে না -বিএনপি নেতা এম এ মুহিত সলঙ্গায় সাংবাদিকের উপর যুবদল নেতার হামলা হাতিরঝিল লেক থেকে জি টিভির সাংবাদিকের মরদেহ উদ্ধার বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সিরাজগঞ্জে বিএনপি নেতাকে শোকজ চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ ১৫ পুলিশ হত্যা, আ.লীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা সলঙ্গায় ছাত্র-জনতার উপর হামলা,আ.লীগ নেতা গ্রেপ্তার ঝাল বেশি কাঁচামরিচে, কেজি ১ হাজার মালয়েশিয়ার শ্রমবাজার তিন মাস অন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশ পিছিয়ে পড়া জনগোষ্ঠী ২৫% থেকে কমে ৫.৬% প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল সারাদেশে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের বিক্ষোভ-মানববন্ধন ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয় আজ পবিত্র আশুরা

সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা শিলা রানী দাস

সিরাজগঞ্জ টাইমস / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে সামলাতে হয় নানা দাপ্তরিক কাজ। নিয়মিত দিতে হয় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান। আবার নানা কাজে উপজেলা সদরে প্রাথমিক শিক্ষা অফিসেও তাকে প্রায়ই যেতে হয়। এতো গেল রুটিন কাজ।

তারপর প্রতিদিন নিদিষ্ট সময়ে বিদ্যালয়ে এসে সহকর্মী শিক্ষক ও শিক্ষাার্থীদের সাথে করে প্রতিটি শ্রেণিকক্ষ ও ওয়াসরুম পরিষ্কার করেন। বিদ্যালয়ের বারান্দায় রাখা ফুলের টবগুলোতে পানি দেন ও পরিচর্যা করেন। পাশাপাশি দুপুরে খাবারের পর নিজেই নিজের খাবার পাত্র ধুয়ে ফেলেন।

তিনি হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী দাস।

যিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের কাছে একজন আদর্শ শিক্ষক। পাশাপাশি মমতায় ভরা প্রিয় মুখ ও স্বজন হিসেবে পরিচিত। এমনটি বলছিলেন, পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি মো, ফরিদুল ইসলাম।

মুলতঃ শি-শিষ্টাচার, ক্ষ-ক্ষমাশীল, ক-কর্তব্য পরায়ন – এই তিনটি গুনের সমন্বয়েই হয় একজন আদর্শ শিক্ষক। আর সে গুন ছাঁপিয়ে ২০২২ সালে সিরাজগঞ্জ জেলার এক হাজার ৬৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকাদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হয়েছেন তাড়াশ উপজেলার পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী দাস।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শিলা রানী দাস তার কর্মক্ষেত্র অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়ে পাঠদানে এনেছেন নতুনত্ব। সেখানে শতভাগ ডিজিটাল পাঠদান পদ্ধতি, পাঠদানে উপকরণের ব্যবহার এমনকি শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার শেখানে হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি) সক্রিয় করা, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নাচ, গান, খেলাধুলায় পারদর্শী করার ক্ষেত্রেও তার অবদান রয়েছে বলে জানান তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো, আকতারুজ্জামান।

তিনি আরো যোগ করেন, তরুণ এই প্রধান শিক্ষক শতভাগ পেশাদার। আর পেশাাদারিত্বে ও শিলা রানী দাস তার সকল কর্মক্ষেত্রেই ধারাবাহিক ভাবে সফল হয়ে আসছেন।

পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাব্বির হোসেন, রুবায়াত খাতুন, মমিতা পারভীন তাদের প্রধান শিক্ষক শিলা রানী দাস সম্পর্কে জানায়, তাদের শিক্ষক সুন্দর করে পড়ায়, সবাইকে ভালবাসে, আদর করে নাচ, গান শেখায়। ঠিক যেন আমাদের মায়ের মতো।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে ৪১ বছর বয়সি শিলা রানী দাস বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে প্রাণিবিদ্যায় অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি ২০০১ সালে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তারই ধারাবাহিকতায দক্ষতার সাথে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২২ সালে তাড়াশ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। আবার ২০১৪ ও ২০১৫ সালেও দুইবার সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা নির্বাচিত হয়েছিলেন। আর তারই পুরস্কার হিসেবে ২০১৬ সালে রাষ্ট্রীয় খরচে ভারতের দিল্লিতে পাঁচ দিনের শিক্ষা সফরও করেন তিনি।

শিলা রানী দাস ২০১৮ সালে প্রধান শিক্ষক (চলতি দাযিত্ব) হিসেবে উপজেলার পলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। আর নানাদিক থেকে পিছিয়ে থাকা ওই বিদ্যালযটি পাঁচজন সহকর্মী সহকারী শিক্ষকদের নিয়ে অল্প সময়ে শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠদান, পাঠদানে উপকরণের ব্যবহার এমনকি শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার শেখানোর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়টি আলোর পাদপিঠে নিয়ে আসেন।

আর এরপরই গত ২৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ে ২০২২ শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকা নির্বাচিত হন।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষার্থীর ডিজিটাল পাঠদানে তার দক্ষতা জেলার অনান্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। পাশাপাশি বিদ্যালয় পরিচালনায় শিলা রানীর সাবলীল আচরণ সকল শিক্ষদের মধ্যেই থাকার প্রয়োজন আছে। আমি ওনার সফলতা কামনা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর