
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই নারী ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন।
আটককৃতরা হলো, পৌর মহল্লার রেলওয়ে কলোনীর আবুল কালামের স্ত্রী মোছা. লাভলী বেগম (৪২) ও মাহমুদপুর উত্তরপাড়ার মো. আছাদের মেয়ে মোছা. সাবিনা (২৭)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকেরিয়া হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধায় পৌর এলাকার রেলওয়ে কলোনীর লাভলীর বাসায় অভিযান চালানো হয়। বাসা তল্লাসী করে ৫ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ওই দুইজন নারীকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।