
সিরাজগঞ্জের তাড়াশে নিজের পুরুষাঙ্গের অন্ডকোষ কেটে ফেলেছেন দুই সন্তানের জনক আব্দুল মজিদ (৪৫) নামে এক ব্যক্তি। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ২টার দিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মজিদ ওই গ্রামের হাজী খোরশেদ আলমের ছেলে ।
স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান আতাব ও পরিবারের সদস্যরা জানান, আব্দুল মজিদ রাতের খাবার খেয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে তার কান্নার শব্দে তার স্ত্রী জেগে ঘটনা দেখতে পায়। এ সময় পাশে একটি দা পড়ে ছিল। সেই দা দিয়ে তার পুরুষাঙ্গের একটি অন্ডকোষ কেটে ফেলেন।
পরে দ্রুত উদ্ধার করে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।