সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ির গেটের সামনে রাস্তা বন্ধ করে টিনদ্বারা প্রাচির নির্মানের অভিযোগ উঠেছে তায়জুল ইসলাম মন্ডল গংদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার হাটিকুমরুল গ্রামের আজাদ আলী মাস্টার নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সলঙ্গা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
রবিবার (২৫মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আজাদ আলী মাস্টারের বাড়ির সামনে গেটে টিন দিয়ে বেড়া দেয়া এবং বাড়ির সামনে ভেকুমেশিন দিয়ে মাটি কেটে খনন করে নেট জাল দিয়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে তাদের পরিবারের লোকজনসহ ছেলে-মেয়েরা স্কুল,কলেজে যাওয়া আসা অসুবিধা হয়ে পড়েছে।
এব্যাপারে আজাদ আলী মাস্টার বলেন,তাইজুল গংদের সাথে আমার দীর্ঘদিন যাবত পারিবারিক ও বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল।এ বিষয়ে সিরাজগঞ্জ বিজ্ঞ আদালতে একটি বাটোয়ারা মামলা চলমান রয়েছে। সেটি নিষ্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা বসতবাড়ির সামনে ভেকুমেশিন দিয়ে খনন করে এবং টিন ও বাঁশ দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে জোরপূর্বক দখল করে।
যাতায়াতের বন্ধ রাস্তা সচলের জন্য সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।
তায়জুল ইসলাম মন্ডল জানান, তাদের বাড়ির সামনের আমাদের জায়গা। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আমরা আমাদের জায়গা উদ্ধার করেছি।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বলেন, থানায় অভিযোগের ভিক্তিতে সরেজমিনে গিয়ে পরির্দশন করেছি। পরে উভয়পক্ষের সম্মতিক্রমে দুয়েকদিনের মধ্যে মীমাংসা করে নিবে বলে জানিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।