সিরাজগঞ্জের সলঙ্গায় পাওনা টাকা চাওয়ায় দুই পাওনাদার চাল ও ফিড ব্যবসায়ীর নামে আদালতে মামলা দায়ের করেছে সিদ্দিক জামাল নামে এক ব্যক্তি ।
শনিবার (৩ মে) দুপুরে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সামনে একটি মার্কেটে সিদ্দিক জামালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন দুই ব্যবসায়ী গোলাম মোর্শেদ ও আলম মোল্লা।
ভুক্তভোগী ব্যবসায়ী গোলাম মোর্শেদ সংবাদ সম্মেলনে বলেন, আমি ও আমার মামা আলম মোল্লা সলঙ্গা বাজারে চাল ও ফিড ব্যবসা করে আসছি। উল্লাপাড়া উপজেলার জগজীবনপুর গ্রামের হাজী সাইদুর রহমানের ছেলে সিদ্দিক জামাল আমার আত্মীয় হওয়ায় ব্যবসায়ী প্রয়োজনে আমার কাছ থেকে ১৪ লক্ষ টাকা নেয়।
ব্যবসায়ীক লাভের টাকা সমূদয় ভাবে উভয় পাবে এমন কথা বলেন সিদ্দিক জামাল। কিন্তু সিদ্দিক জামাল একজন আওয়ামীলীগের পদধারী নেতা হওয়ায় ৫ ই আগষ্টের পর একটি বিস্ফোরক মামলায় আটক হয়। জেল হাজত থেকে জামিনে বের হয়ে এখন সু-কৌশলে পূর্ব পরিকল্পিত ভাবে আমার ব্যবসায়ীক সুবাদে দেওয়া টাকা আমাকে পরিশোধ না করিয়া এখন উল্টাপাল্টা কথা বলছেন।
এমনকি আমার উক্ত টাকা না দেবার মর্মে অস্বীকার করাসহ আমাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সলঙ্গা আমলী আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।
প্রশাসনের কাছে আমাদের দাবী পাওনাকৃত টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদের সহায়তা কামনা করছি। সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। সংবাদ সম্মেলনে ভুক্তিভোগী আলম মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।