প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৩, ১১:৪৭ এ.এম
প্রেমের টানে পরিবার ছেড়ে ভারতীয় তরুণী ছুটে এলেন উল্লাপাড়ায়
ভারতীয় তরুনী প্রেমের টানে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ভারতীয় তরুনী নাইসা মল্লিক বাংলাদেশে এসে বিয়ে করেন পছন্দের মানুষ জুয়েল সরকারকে ।
নাইসা মল্লিক জানান, সে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার দশ নগর থানার ছোট মল্লিক পাড়া এলাকার খয়রুল আলম মল্লিক মেয়ে। দীর্ঘ দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি নতুন দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সাথে।
এক পর্যায়ে জুয়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও জানান, প্রেমের কথা আমার পরিবারকে জানালে তারা মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নিই। তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসি।
এখানে আসার পর বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়।
প্রেমিক জুয়েলের বাবা ইরান সরকার জানান, ফেসবুকের মাধ্যমে ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের পরিচয় হয়। এরপর সেই মেয়ে আবার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে মেয়ে দুইজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বর্তমানে তারা সুখে শান্তিতে সংসার করছে।
ভারত থেকে আসা ওই তরুণীকে এক নজর দেখতে ছেলের বাড়িতে ভিড় করছে স্থানীয় লোকজনসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষ।
Copyright © 2025 sirajganjtimes. All rights reserved.