প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৩, ১:৫৫ পি.এম
উল্লাপাড়ায় এমপি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে সংসদ সদস্য তানভীর ইমাম মতবিনিময় সভা করেছে। শুক্রবার সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন, দৈনিক সমকালের উল্লাপাড়া প্রতিনিধি কল্যাণ ভৌমিক, ইত্তেফাকের উল্লাপাড়া সংবাদদাতা এ আর জাহাঙ্গীর,বিটিভির জেলা প্রতিনিধি জয়নাল আবেদন জয়,দৈনিক করতোয়ার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোঃ আব্দুস ছাত্তার, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি হাফিজুর রহমান বাবলু, জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম প্রমুখ।
এ সময় দৈনিক কালবেলা পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি শাহ আলী জয়,এশিয়ান টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন,আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি সাহেব আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য তানভীর ইমাম তার বক্তব্যে সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সঠিক তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে উল্লাপাড়ার সামগ্রীক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
Copyright © 2025 sirajganjtimes. All rights reserved.