• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার চালের বিকল্প হিসেবে গম আমদানি করছে সরকার এবার ৪৫ টাকা কেজিতে চাল ও ৩২ টাকায় ধান কিনবে সরকার উন্মুক্ত হতে পারে কুয়েতের শ্রমবাজার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মেধা বিকাশের সুযোগ হবে মন্ত্রী-এমপির নিকটজনদের সরে দাঁড়ানোর নির্দেশ ওবায়দুল কাদেরের টিকফা নিয়ে ঢাকা-ওয়াশিংটন বৈঠক আজ যমুনার বুকে দৃশ্যমান হলো দীর্ঘতম বঙ্গবন্ধু রেলসেতু জাতিসংঘে পার্বত্য শান্তিচুক্তির অর্জন তুলে ধরল ঢাকা অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা হবে কাতার আমিরের সফরে ১০ চুক্তি ও সমঝোতার প্রস্তুতি জলবায়ু খাতে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রেপ্তারদেরও কর্মী দাবি করে বিএনপি আট মেগা প্রকল্পের কাজ শেষ ৯০ ভাগ মালয়েশিয়ায় বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা শুরু বিআরটিএর অভিযানে ৪০৫ মামলা, ১০ লাখ টাকা জরিমানা দেশব্যাপী ৩ দিনের হিট অ্যালার্ট জারি চাষাবাদ সহজ করতে যন্ত্রের ব্যবহার বাড়াচ্ছে সরকার : সুনামগঞ্জে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আগামী নির্বাচনের স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’

সিরাজগঞ্জ টাইমস / ৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সজিব ওয়াজেদ জয়ের সহযোগিতায় আমাদের নেত্রী ডিজিটাল বাংলাদেশ করেছে’। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তোলা। আগামী নির্বাচনের স্লোগান নেত্রী বলে দিয়েছেন। ছাত্রলীগের এখন থেকে এটাই স্লোগান দিবে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, অর্থ পাচারে দণ্ডিত অপরাধী যুবরাজ তারেক জিয়া লন্ডনে বসে হুংকার দেয়। এ হুংকার দিয়ে কোনো লাভ হবে না। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। লন্ডন থেকে আওয়াজ তুলে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, বিএনপির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতি কোনো বিশ্বাস নেই। যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না। তারাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না। তাই বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়।

বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ বাধাহীনভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরিবহন ধর্মঘট না দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। ঢাকায় ছাত্রলীগের সম্মেলন এগিয়ে নিয়ে এসেছি। তবুও তারা লোক দেখানোর দুইদিন আগে থেকে মশার কয়েল, বিছানা বালিশ ও কম্বল নিয়ে সমাবেশস্থলে তাঁবু টানিয়ে ঘুমাচ্ছে।

চট্টগ্রামের সমাবেশের ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রবিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামবাসী দেখিয়ে দেবে জনসমুদ্র কাকে বলে। বিজয়ের মাসে বিজয়ী শক্তির খেলা হবে। খেলা হবে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর