ই-পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ৬৫ বছরের বেশি বয়সীদের ৫ বছর মেয়াদের বাধা কেটে গেছে। এখন থেকে ৬৫ বছরের বেশি যেকোনো বাংলাদেশি নাগরিক ৫ ও ১০ বছরমেয়াদি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। গত ২৩ জানুয়ারি এ সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ওই পরিপত্রে সই করেছেন। এতে বলা হয়েছে- বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত ১৮ বছর ও এর বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকের অনুকূলে ৫/১০ (পাঁচ/দশ) বছরমেয়াদি ই-পাসপোর্ট ইস্যু করা যাবে। এর জন্য পূর্বনির্ধারিত ফি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
২০১৯ সালের ১২ ডিসেম্বর এক পরিপত্রের মাধ্যমে ৬৫ বছরের বেশি বয়সীদের ৫ বছরমেয়াদি ই-পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত হয়। নতুন পরিপত্রে ওই সিদ্ধান্ত বাতিলের কথা বলা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।