সিরাজগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের মুক্তা প্লাজার সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হিন্দুধর্মী কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি অংকুর জিৎ সাহা নব, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারন সম্পাদক রোটারিয়ান নরেশ চন্দ্র ভৌমিক, এ্যাডঃ রঞ্জিত মন্ডল স্বপন, ওসি হুমায়ুন কবির প্রমূখ।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কালিবাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়।