সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) দায়িত্বভার গ্রহণ করেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে সালামী ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয়া হয়।
এরপর বিদায়ী পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম’র (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাছ থেকে নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ দায়িত্বভার গ্রহণের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সম্মেলন কক্ষে স্বাগত বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার।
এদিকে শনিবার বিকেলে নবাগত পুলিশ সুপার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।