বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

অর্থের বিনিময়ে একাধিক কমিটি প্রদান ও সুবিধা না পেয়ে চলমান কমিটি বিপুপ্তি করায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ও থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম আপন,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুূল ইসলাম,সলঙ্গা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সজিব, সাব্বির আহমেদ, মারুফ হাসান,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার,থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সহ সম্পাদক সোহেলসহ স্থানীয় ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বুলবুল হাসান লিটন ও ধুবিল ইউনিয়ন ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি সুমন হাসান।

লিখিত বক্তব্যে তারা বলেন,সলঙ্গা থানার সকল ইউনিটে নতুন কমিটি দেয়ার কথা বলে একাধিক ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছে সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসান। ইতিমধ্যেই তারা রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের ২টি,হাটিকুমরুল ইউনিয়নে ২টি,ঘুড়কা ইউনিয়নে অসাংবিধানিকভাবে ছাত্রলীগের প্রকাশ করেছে। যার ফলে একই ইউনিয়নে একাধিক কমিটি হওয়ায় সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাচীন সংগঠন সলঙ্গা থানা ছাত্রলীগ।

অন্যদিকে ৯ লাখ ২০ হাজার টাকা নিয়ে সুমন হাসান ও জাহাঙ্গীর আলমকে ধুবিল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক করে পরবর্তীতে অস্বীকার করে বসে। এছাড়া অনৈতিক সুবিধা না পাওয়ায় সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিপুপ্তি ঘোষনা করেন থানা ছাত্রলীগের সভাপতি,সম্পাদক।

এতে স্থানীয় ছাত্রলীগের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অতিদ্রুত সলঙ্গা থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করার জন্য সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করছেন সংবাদ সম্মেলকারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102