বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:২১ অপরাহ্ন

সলঙ্গায় বাস-ভটভটি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক :
  • সময় কাল : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের সাথে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে একটি গরুরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

রবিবার বিকেল পৌণে ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের সেরু খার ছেলে ঠান্ডু খা (৪০) ও একই গ্রামের আতাহার আলীর ছেলে আব্দুস সামাদ (৪৫)। আহতদের নাম জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দবিরগঞ্জ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটির সাথে নীচের লেনে বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী মারা যান। আহত হন উভয় পরিবহণের আরও ৫ জন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

নিহতদের মরদেহ থানা হেফাজতে নেয়া হয়েছে। দূর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102