সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর উত্তরপাড়া গ্রামের সবুজ উদ্দিনের বসতবাড়ীতে জোরপুর্বক ইটের প্রাচীর ভাংচুর ও তার বাড়িতে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আব্দুস সাত্তারের বিরুদ্ধে। এঘটনায় সবুজ উদ্দিন বাদী হয়ে প্রতিপক্ষ সাত্তার(৪৫)সহ ৪জনকে আসামী করে সলঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে,রবিবার দুপুরে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতিনগর উত্তরপাড়া গ্রামের মৃত আছাব আলীর ছেলে সবুজ উদ্দিনের বসতবাড়িতে প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও তার লোকজন জোরপুর্বক প্রবেশ করে ইটের প্রাচীর ভাংচুর ও বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে।
এতে সবুজ বাধা দিতে গেলে তারা তাকে নানাভাবে ভয়ভীতি দেখায় ও হুমকি ধামকি প্রদর্শন করে। এমনকি সবুজের পরিবারের সদস্যদেরকেও অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ প্রকাশ্য খুন করারও হুমকি প্রদান করেছে।
এঘটনায় সবুজ উদ্দিন বাদী হয়ে আব্দুস সাত্তারসহ ৪ জনকে আসামী করে সলঙ্গা থানায় একটি অভিযোগ দাখিল করেছে। এব্যাপারে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।