বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় মেহমানশাহী পাকা রাস্তা-খাল রাস্তা হিরাদহ খাল মনি মাষ্টারের বাড়ির রাস্তা ২৬০ মি: চেইনেজ ৬০মি: দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বিকেলে ধুবিল মেহমানশাহীতে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রীজের শুভ উদ্বোধন করেন।
ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান মনি মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম,রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ প্রমুখ।