• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
এবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল যাবে পাইপ লাইনে কাতারের আমির আসছেন সোমবার রাজস্ব ফাঁকি ঠেকাতে ক্যাশলেস পদ্ধতিতে যাচ্ছে এনবিআর বাংলাদেশে দূতাবাস খুলছে গ্রিস বঙ্গবন্ধু টানেলে পুলিশ-নৌবাহিনী-ফায়ার সার্ভিসের জরুরি যানবাহনের টোল মওকুফ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আসছেন আরও ৪ লাখ মানুষ ৫০ বছরে দেশের সাফল্য চোখে পড়ার মতো চালের বস্তায় জাত, দাম উৎপাদনের তারিখ লিখতেই হবে মন্ত্রী-এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রাণী ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল ‘মাই লকারে’ স্মার্টযাত্রা আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যাংকের আমানত বেড়েছে ১০.৪৩ শতাংশ বঙ্গবাজারে দশতলা মার্কেটের নির্মাণ কাজ শুরু শিগগিরই বেঁচে গেলেন শতাধিক যাত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

সলঙ্গার চড়িয়া কালীবাড়ি বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ টাইমস / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় চড়িয়া কালীবাড়ি বঙ্গবন্ধু প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় চড়িয়া কালীবাড়ি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল আলম রেজা।

হাটিকুমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই খানের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাকন,সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আনিছুর রহমান, সাইদুর রহমান, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আজিজুল বারী সুমন, সাধারণ সম্পাদক বেল্লাল বিশ্বাস,সাইফুল ইসলাম মাস্টার, আবু ইউসুফ প্রমুখ।

ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর একাদশ ফুটবল ক্লাব ২-০ গোলে উল্লাপাড়া স্বাধীন বাংলা একাদশ ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি বড় রেফ্রিজারেটর (ফ্রিজ) এবং রানারআপ দলকে ছোট রেফ্রিজারেটর (ফ্রিজ) পুরস্কার হিসেবে দেওয়া হয়।

এ ছাড়া দু-দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেওয়া হয়। খেলা পরিচালনা করেন হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাবু। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোহেল রানা । টুর্নামেন্টের আয়োজক ছিলেন চড়িয়া কালীবাড়ি সোনার বাংলা ইয়াং স্টার ক্লাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর