বিএনপি ঘোষিত তৃতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুলের নির্দেশে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্ত্বরের বিভিন্ন মহাসড়ক প্রদিক্ষন করে হাজী ইমান আলীর সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সদস্য আরাফাত রহমান,হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফী,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ।