নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য রেজাউল করিম সোহেল ছদ্মনাম আবু জায়েদের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার বিকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আওয়ামী লীগের নৌকা মনোনয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার এর আপন ছোট ভাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর একজন সক্রিয় সদস্যকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে এ মানববন্ধন করে এলাকার সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি মাস্টার,সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলা,সলঙ্গা থানা ছাত্র লীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক রিপন সরকার,পরিবেশ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ,সমাজ সেবা বিষয়ক সম্পাদক আল মামুনসহ সলঙ্গা থানা ও ধুবিল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেলের ছোট ভাই রেজাউল করিম সোহেল,ছদ্মনাম আবু জায়েদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় একজন সদস্য।
“তার বাবা স্বাধীনতা বিরোধী ছিলেন। তার ভাই আবু জায়েদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় একজন সদস্য হয়ে দীর্ঘদিন হলো সরকার বিরোধী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
জননেত্রী শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ইতিপূর্ব থেকে কাজ করে আসছে। দ্রুত এই জঙ্গি সদস্যকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।