• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
এবার চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল যাবে পাইপ লাইনে কাতারের আমির আসছেন সোমবার রাজস্ব ফাঁকি ঠেকাতে ক্যাশলেস পদ্ধতিতে যাচ্ছে এনবিআর বাংলাদেশে দূতাবাস খুলছে গ্রিস বঙ্গবন্ধু টানেলে পুলিশ-নৌবাহিনী-ফায়ার সার্ভিসের জরুরি যানবাহনের টোল মওকুফ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আসছেন আরও ৪ লাখ মানুষ ৫০ বছরে দেশের সাফল্য চোখে পড়ার মতো চালের বস্তায় জাত, দাম উৎপাদনের তারিখ লিখতেই হবে মন্ত্রী-এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রাণী ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাত এগিয়ে আসুক ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল ‘মাই লকারে’ স্মার্টযাত্রা আগামী সপ্তাহে থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যাংকের আমানত বেড়েছে ১০.৪৩ শতাংশ বঙ্গবাজারে দশতলা মার্কেটের নির্মাণ কাজ শুরু শিগগিরই বেঁচে গেলেন শতাধিক যাত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর মুজিবনগর দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

শ্রীলঙ্কায় কমেছে ডিজেল-গ্যাসের দাম

সিরাজগঞ্জ টাইমস / ৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ আগস্ট, ২০২২

মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাও বৈশ্বিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে ডিজেল-গ্যাসের মূল্য কমিয়েছে। জ্বালানি তেল ও গ্যাসের দাম কমার কারণে গণপরিবহনের ভাড়াও কমিয়েছে এ দক্ষিণ এশিয়ার দেশটি। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

দেশটির স্থানীয় গণমাধ্যম কলম্বো পেইজ বলছে, ‘শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশন (এনটিসি) এ সপ্তাহের বৃহস্পতিবার মধ্যরাত থেকে গণপরিবহনের ভাড়া কমিয়ে নতুন করে তা নির্ধারণ করেছে।’

এ বিষয়ে এনটিসি-এর মহাপরিচালক ড. নিলান মিরান্ডা বলেছেন, ‘শ্রীলঙ্কার জাতীয় পরিবহন কমিশনের সুপারিশ এবং দেশটির পরিবহনমন্ত্রীর অনুমোদনের পর এখন সর্বনিম্ন বাসভাড়া ৩৪ রুপি করা হয়েছে।

তিনি বলেন, শ্রীলঙ্কার পরিবহন বোর্ড ও অন্যান্য পরিবহন সংস্থাকে বৃহস্পতিবার রাত থেকেই নতুন ভাড়া কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্ধারিত ভাড়া থেকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে ভ্রাম্যমাণ পরিদর্শকও নিয়োগ করা হয়েছে।

বৈশ্বিক বাজারে ডিজেলের মূল্য কমে যাওয়ার কারণে দেশটিতে বাসভাড়া আগের তুলনায় ১১.১৪ শতাংশ হ্রাস করা হয়েছে। এর আগে জ্বালানির অভাবে পরিবহন ভাড়া ২০ শতাংশ বাড়িয়ে সর্বনিম্ন বাসভাড়া ৩৮ রুপি করা হয়েছিল। এখন আবার জ্বালানির মূল্য কমায় সর্বনিম্ন বাসভাড়া ৩৮ রুপি থেকে কমিয়ে ৩৪ রুপি করা হয়েছে।

শ্রীলঙ্কার প্রধান গ্যাস কোম্পানি লিটরো গ্যাস কোম্পানি জানিয়েছে, ‘আগামী সোমবার থেকে দেশটিতে এলপি গ্যাসের মূল্য কমিয়ে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছে তারা। শ্রীলঙ্কান অর্থ মন্ত্রণালয় ও ভোক্তাবিষয়ক কর্তৃপক্ষের নির্ধারিত নতুন দাম অনুসারে রান্নার কাজে ব্যবহৃত সাড়ে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২০০ রুপিরও বেশি কমতে পারে।’

এ বিষয়ে লিটরো গ্যাস কোম্পানির চেয়ারম্যান মুদিথা পেইরিস বলেন, ‘আমাদের কোম্পানির কাছে যথেষ্ট গ্যাসের মজুত আছে। বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের দাম কমে যাওয়ার সুবিধা জনগণকে দেওয়া হবে। ‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর