সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনকালে হামলার শিকার হয়েছেন।
উশৃংখল জনতার এ হামলায় সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান আহত হয়েছেন।
তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় ইউএনওর গাড়িও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প নির্মাণের লক্ষ্যে রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান ওই উপজেলার বলদিপাড়া হলদি ঘর পরিদর্শনে যায়।
এ সময় এলাকার উশৃংখল জনতা পথরোধ করে ও অশালীন আচরণ করে। তারা একপর্যায়ে পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে ইউএনও’র গাড়ী ভাংচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপে সহকারী কমিশনার মাথায় জখম হন। তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে শাহজাদপুর উপজেলা হাসপাতালের আরএমও ডাঃ মাসুদ রানা সাংবাদিকদের জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের মাথায় ৮টি সেলাই দেয়া হয়েছে এবং বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য উল্লেখিত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন শান্ত থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, ইতিপূর্বে হলদিঘর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের কাজ করার গ্রামবাসীর সাথে সমন্বয় করা হয়েছে। এজন্য সেখানে পরিদর্শনে যাওয়া হয়েছিল। এ পরিদর্শনে সেখানে যাওয়া মাত্র গ্রামবাসীরা আমাদের উপর হামলা চালায়। এ হামলার সময় বেশীর ভাগ নারী ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।