রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

শরীয়তপুরে শেখ হাসিনার নামে কৃষি বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জ টাইমস ডেস্ক:
  • সময় কাল : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এটি হলে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে নয়টি। অন্যদিকে, দেশে সরকারি বিশ্ববিদ্যালয় হবে ৫৪টি। সোমবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে ‌‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার এই সিদ্ধান্ত জানান নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এটিই মো. মাহবুব হোসেনের প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করা। ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান ও কাজে যোগ দেন তিনি। তিনি আরো বলেন, অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় আইনের মতোই হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন। প্রসঙ্গত, বর্তমানে দেশে ৫৩টি সরকারি বিশ্ববিদ্যালয় ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় (কয়েকটির অনুমোদন হলেও এখনো চালু হয়নি) রয়েছে। সরকারের নীতি হলো প্রতিটি জেলায় অন্তত একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102