• শনিবার, ১০ জুন ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমপি তানভীর ইমামের চা-চক্র ও উঠান বৈঠকে জনতার ঢল তিননান্দিনা রশিদিয়া দিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ লোডশেডিং কমাতে বাড়ছে বিদ্যুৎ আমদানি ও উৎপাদন গুজব ঠেকাতে বিশেষ সেল তৈরির পরিকল্পনা ঢাকায় আরও ৫ পাসপোর্ট অফিস চালুর উদ্যোগ ভ্রমণসহ নানা নিষেধাজ্ঞা আসছে খেলাপিদের জন্য মিয়ানমারে ফিরে যেতে বড় সমাবেশ রোহিঙ্গা শিবিরে পুলিশের নিয়ন্ত্রণকক্ষে যুক্ত হচ্ছে বেসরকারি সিসি ক্যামেরা মালয়েশিয়ার শ্রমবাজারে স্বস্তি সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন গুণগত শিল্পায়নের পথে দেশ দ্রুত এগিয়ে চলছে: প্রধানমন্ত্রী নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে : রাষ্ট্রপতি তাড়াশে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২জন সদস্য গ্রেফতার সলঙ্গার ধুবিল ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা সলঙ্গার রামকৃষ্ণপুরে নির্বাচনের ১৬ মাস পর পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা প্রেমের টানে পরিবার ছেড়ে ভারতীয় তরুণী ছুটে এলেন উল্লাপাড়ায় তাড়াশ পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ১২জন উল্লাপাড়ায় মাদককে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা রামকৃষ্ণপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

‘রাশিয়ার চেয়েও কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হবে চীন’

সিরাজগঞ্জ টাইমস / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ জুলাই, ২০২২

তাইওয়ানে আক্রমণ করলে চীনের ওপর রাশিয়ার চেয়েও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নকারী সুইস সংস্থা স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্সের প্রধান মেরি-গ্যাব্রিয়েল ইনেইচেন-ফ্লেশ এ মন্তব্য করেন।

চীনের বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা গ্রহণ করবে কিনা?, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্লেশ বলেন, ‘‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা এই ধরনের নিষেধাজ্ঞা গ্রহণ করব। তবে, চীনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রাশিয়ার চেয়ে কঠোর হবে।’’

তিনি আর বলেন, ‘‘চীনে সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই, সম্ভবত ইইউ এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি সুইজারল্যান্ডেও বেশি আলোচনা হবে। তবে আমি আশা করি এমন কিছুই হবে না।’’ খবর রয়টার্স।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু করে স্টেট সেক্রেটারিয়েট ফর ইকোনমিক অ্যাফেয়ার্স। যার অংশ হিসেবে চলতি মাস পর্যন্ত ৬.৭ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক সমমূল্যের রাশিয়ান আর্থিক সম্পদ বাজেয়াপ্ত এবং ১৫টি প্রতিষ্ঠানের সম্পত্তি হিমায়িত করেছে সংস্থাটি।

সম্প্রতি তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের ভূ-রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠেছে। নিজেদের ভূখণ্ড দাবি করা তাইওয়ান দ্বীপপুঞ্জের আশেপাশে সামরিক তৎপরতা জোরদার করছে চীন। বিপরীতে তাইওয়ানের পক্ষে সমর্থন জানিয়ে সামরিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

তাইওয়ানে আক্রমণ চালালে পাল্টা হামলা এবং কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে তাইওয়ানে কোনও ধরণের মার্কিন কর্মকাণ্ডকে ‘আগুন নিয়ে খেলার’ সামিল হবে বলে পাল্টা সতর্ক বার্তা দিয়েছে বেইজিং।

২৮ জুলাই দীর্ঘ দুই ঘণ্টা ধরে চলা এক কথোপকথনে তাইওয়ান নিয়ে চীনা প্রেসিডেন্ট বাইডেনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন- ‘আগুন নিয়ে যারা খেলবে, তাদের পুড়তে হবে। আমি আশা করি মার্কিন পক্ষ এটি পুরোপুরি বুঝতে পেরেছে।’ জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন- বিরোধপূর্ণ দ্বীপটির মর্যাদা পরিবর্তনে যুক্তরাষ্ট্র কোনোভাবেই একতরফা কোনও সিদ্ধান্ত মেনে নেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর