সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন

`মেইড ইন বাংলাদেশ উইকের` উদ্বোধন আজ

সিরাজগঞ্জ টাইমস ডেস্ক:
  • সময় কাল : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে

বিশ্বে বাণিজ্য প্রসারে ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ এর আয়োজন করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সপ্তাহব্যাপী এ আয়োজনের স্পন্সর হিসেবে বেশকিছু দেশি-বিদেশি কোম্পানি যুক্ত হয়েছে। এতে বাংলাদেশের রিজার্ভে বেশকিছু ডলার যুক্ত হবে বলে আশা করছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

শনিবার রাজধানীর শেরাটন হোটেলে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, ‘আমরা সবাই বিশ্বের বর্তমান অর্থনৈতিক অবস্থা জানি। এর মধ্যেই আমরা আমাদের কাজ করে যাব। বাংলাদেশের ক্যাপাসিটি এবং ব্র্যান্ডিংয়ের বিষয়ে এই অনুষ্ঠানে বিদেশি বায়ারের কাছে তুলে ধরা হবে। আমরা যে কাজটি করছি, তার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই।’

ফারুক হাসান আরও জানান, বেশ কিছু ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইন জমা দিয়েছে। এগুলো ফ্যাশন শোতে তুলে ধরা হবে। এছাড়া এখান থেকে আয়ের একটি অংশ দিয়ে সরকারের রাজস্বতে অবদান রাখতে পারব।

আজ শুরু হওয়া সপ্তাহব্যাপী এই আয়োজনে গলফ টুর্নামেন্ট, ফ্যাক্টরি পরিদর্শনসহ নানা আয়োজন থাকছে বলে সংবাদ সম্মেলনে জনানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102