তিন লাখ টাকার বাজি ধরে মাত্র মাত্র ১০ মিনিটে এক লিটার মদপান করে এক চীনা তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট।
মৃত ওই তরুণের নাম ঝাং। তিনি চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের শেনজেনের একটি কোম্পানিতে কাজ করতেন। গত জুলাই মাসে অফিসের একটি ডিনার পার্টিতে এ ঘটনা ঘটে।
জুলাইয়ে সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য ডিনার পার্টির আয়োজন করে ঝাংয়ের অফিস। সেখানে তারা সবাই যোগদান করেন। ওই পার্টিতে অফিসের বস ইয়াং মদ্পানের প্রতিযোগিতা রাখেন। ইয়াং ঘোষণা দেন যে ব্যক্তি মদ খেয়ে ঝাংকে হারাতে পারবে তাকে ২০ হাজার ইউয়ান (বাংলোদেশি টাকায় তিন লাখের বেশি) পুরস্কার দেওয়া হবে।
বসের এমন প্রস্তাবে ঝাং জানতে চান, যদি তিনি বাজিতে জিতে যান তাহলে তাকে কী পুরস্কার দেওয়া হবে। তখন ইয়াং বলেন, ঝাং জিতলে তাকেও ২০ হাজার ইউয়ান দেওয়া হবে। তবে তিনি হেরে গেলে ১০ হাজার ইউয়ান দিয়ে অফিসের সবাইকে বিকেলের চা পান করাতে হবে।
এরপর ঝাংয়ের সঙ্গে একে একে অনেকে লড়াই করেন। এমনকি ইয়াং তার গাড়িচালককে পর্যন্ত ঝাংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়ে দেন।
এক অংশগ্রহণকারী বলেন, ঝাং ১০ মিনিটের মধ্যে প্রায় এক লিটার শক্তিশালী চীনা বাইজিউ (মদ) পান করেন। এরপরই তিনি মাটিতে পড়ে গেলে তাকে শেনজেন জুনলং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মদপানজনিত গুরুতর বিষক্রিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাক ধরা পড়ে তার। এরপর তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করা হলেও ৩ আগস্ট তিনি মারা যান।
মদপান নিয়ে এমন ঘটনার পরের দিনই ওই অফিসটি বন্ধ হয়ে যায়। এ ঘটনার তদন্ত করছে শেনজেন পুলিশ।