• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সলঙ্গা থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিলেন সোহেল রানা এভিয়েশন শিল্পে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য ৩ শতাংশের বেশি শেয়ার দর কমতে পারবে না বে-টার্মিনালে বিনিয়োগ হবে দশ বিলিয়ন ডলার ডেঙ্গু নিয়ন্ত্রণে মে থেকেই অভিযান আশ্রয় কেন্দ্র নির্মাণে সহায়তা করতে চায় ভারত মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ কৃষকের মধ্যে সাড়া ব্যাংক একীভূত হলেও আমানত সুরক্ষিত থাকবে: বাংলাদেশ ব্যাংক হজযাত্রীদের সহযোগীতার আশ্বাস সৌদির আইনের আওতায় আসবে সব ধরনের অনলাইন সেবা সাইবার অপরাধ নিয়ন্ত্রণের উদ্যোগ থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা সলঙ্গায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মারপিট আ’লীগ নেতা আরাফাতকে গ্রেফতার দাবীতে মানববন্ধন সলঙ্গা থানা যুবলীগের সভাপতি পদে সিভি জমা দিলেন রিয়াদুুল ইসলাম ফরিদ ডিজিটাল জরিপকালে জমির মালিকদের জানাতে হবে সিলেট ও কুষ্টিয়ার সেই দুই ইউপি চেয়ারম্যান পদে থেকেই উপজেলা নির্বাচন করতে পারবেন বিমানবন্দর-গাজীপুর বিআরটি করিডোরের জন্য কেনা হচ্ছে ১৩৭টি এসি বাস ঢাকার পয়ঃবর্জ্য ও গ্যাস লাইন পরীক্ষা-নিরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ আমানতের মুনাফার ওপর কর দিতে হবে না চলছে কয়লা খালাস, জাহাজেই ফিরবেন সব নাবিক

‘বাংলাদেশে রোহিঙ্গাদের চাপ কমানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র’

সিরাজগঞ্জ টাইমস / ৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গাদের চাপ কমানোর চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র এ দেশে আশ্রিত কিছু রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আগামী সপ্তাহে বাংলাদেশ সফরের প্রাক্কালে চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রাকে দেওয়া সাক্ষাত্কারে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেট। তিনি বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। এ নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

ডেরেক শোলেট আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসতে পারেন। তার ওই সফরটি প্রায় ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। এ সফরে রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো অগ্রাধিকার পেতে পারে।

শোলেট বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফরে আসছেন।

গণতন্ত্র সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর বলেন, তারা স্বীকার করেন যে কোনো গণতন্ত্রই নিখুঁত নয়। কিন্তু তারা সবসময় নিজেদের ভালো করার চেষ্টা করেন এবং তাদের ভুল স্বীকার করে উন্নতি করার চেষ্টা করেন।

তিনি বলেন, তারা অংশীদারি ও বন্ধুত্বের চেতনা থেকেই সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নাগরিক সমাজের কথা বলেন।

এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেটের আসন্ন সফর বাংলাদেশ-মার্কিন সম্পর্ক জোরদার করতে সহায়তা করবে। তিনি বলেন, ‘কাউন্সেলর ডেরেক শোলেট বাংলাদেশ সফর করবেন। তার সফরের উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর