সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন

প্রাথমিক শিক্ষক বদলি নির্দেশিকা সংশোধন

সিরাজগঞ্জ টাইমস ডেস্ক:
  • সময় কাল : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা সংশোধন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১১ অক্টোবর সই করা নির্দেশিকাটি মঙ্গলবার (১৮ অক্টোবর) প্রকাশিত হয়। সংশোধিত নির্দেশিকায় অনলাইনে বদলিতে কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে।

এর আগে গত ১০ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি থেকে নির্দেশিকার কয়েকটি ধারা সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবের পর মন্ত্রণালয় নির্দেশিকাটি সংশোধন করে।

সংশোধিত নির্দেশিকার ১.৪ ধারার বলা হয়, যে সকল বিদ্যালয়ে চার জন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন কিংবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি রয়েছে সে সকল বিদ্যালয় থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না। তবে প্রতিস্থাপন/পদায়ন সাপেক্ষে বদলি করা যাবে। শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ডাবল শিফটে শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী বিদ্যালয়গুলোর ক্ষেত্রে যেকোনও এক শিফটে শিক্ষার্থী যথা ১ম, ২য় অথবা ৩য় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তাকে ১:৪০ অনুপাত হিসেবে বিবেচিত হবে।

নির্দেশিকার ৩.৬ ধারার সংশোধিত অংশে বলা হয়, আন্তঃউপজেলা/থানা, আন্তঃজেলা কিংবা আন্তঃবিভাগ বদলির ক্ষেত্রে বদলিকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ পরিপত্র/নীতিমালা দ্বারা নির্ধারিত হবে।

নির্দেশিকার ৩.৭ ধারার সংশোধন অংশে বলা হয়, প্রতিবন্ধিতার ক্ষেত্রে শিক্ষকদের সন্তান কিংবা স্বামী/স্ত্রী প্রতিবন্ধী হলেও তিনি অগ্রাধিকার পাবেন।

আগের নির্দেশিকায় সংশোধন চেয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি বলেছিল, নির্দেশিকার ৩.৩ ধারা অনুযায়ী শিক্ষক ও ছাত্র ১ অনুপাত ৪০-এর বেশি হলে বদলি করা যাবে না, এটি রহিত করতে হবে। আর এই ধরায় বলা হয়েছে চার জন বা তার কমসংখ্যক শিক্ষক কর্মরত আছেন তাদের সাধারণভাবে বদলি করা যাবে না। এটি সংশোধন করে নতুন শিক্ষক প্রতিস্থাপন সাপেক্ষে বদলির সুযোগ দিতে হবে। তাহলে শিক্ষকরা বঞ্চিত হবেন না। পারস্পরিক বদলির সুযোগ সৃষ্টি করতে শিক্ষকরা উপকৃত হবেন। একইসঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীর পাঠদানে ব্যাঘাত ঘটবে না। ৩.৬ ধারায় একাধিক প্রার্থী থাকলে দূরত্ব, লিঙ্গ, বিবাহসহ অন্যান্য অপশনের পরিবর্তে চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির ব্যবস্থা করতে হবে।

সুত্র : বাংলা ট্রিবিউন

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102