সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৬ অপরাহ্ন

তাড়াশে সুফলভোগী‌দের সাথে এমপির মত‌বি‌নিময় সভা

সাহেদ খান জয়,তাড়াশ, সিরাজগঞ্জ :
  • সময় কাল : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছী মৎস‌্য চাষ প্রকল্প (রাজস্ব) সুফলভোগী‌দের সা‌থে এমপি আব্দুল আজিজের সাথে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে ।

শনিবার বি‌কে‌লে তাড়াশ বাঁশ বাজার খেলা মা‌ঠে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় সভাপ‌তিত্ব ক‌রেন বীর মু‌ক্তি‌যোদ্ধা এস,এম আব্দুর রাজ্জাক।

মতবিনিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রাখেন স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক ডা. মো.আব্দুল আজিজ।

এ সময় আরো বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান অধ‌্যক্ষ ম‌নিরুজ্জামান ম‌নি, সা‌বেক উপ‌জেলা চেয়ারম‌্যান আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম‌্যান মো আনোয়ার হো‌সেন খান, অধ‌্যক্ষ আবু সাইদ সরকার, ইউ‌পি চেয়ারম‌্যান হা‌বিলুর রহমান হা‌বিব, মে‌হেদী হাসান ম‌্যাগ‌নেট, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আব্দুল হেল বাকি, উপজেলা সুফলভোগীর সভাপতি বাবুলাল রজক, সদস্য শাহা আলম সরকার প্রমুখ।
মত‌বি‌নিময় সভায় সুফলভোগী‌রা প্রধান অতিথির উদ্দেশ্য বি‌ভিন্ন দাবী দাওয়া তু‌লে ধ‌রেন ।

এ সময় বক্তারা তাড়াশ রায়গঞ্জে নিমগাছি মৎস্য চাষ প্রকল্প আওতায় ৫৮৩ টি পুকুর প্রায় ১৩ হাজার সুফলভোগীদের মাঝে স্থায়ী ভাবে বন্দোবস্ত দেওয়া জন্য দাবি জানান।

 

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102