• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাচার হওয়া টাকা ফেরত আনতে ‘এজেন্সি’ নিয়োগ দেবে সরকার গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্ব পাচ্ছেন বিদেশিরা চার মূলনীতিকে ভিত্তি ধরে স্মার্ট বাংলাদেশ ইশতেহার বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা মুক্তিযুদ্ধ ও গণহত্যা স্মরণে আন্তর্জাতিক সম্মেলন আজ আইএইএ বোর্ড অব গভর্নরসের সদস্য হলো বাংলাদেশ ব্যাপক নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম শারদীয় দুর্গাপূজায় কড়া নিরাপত্তার আশ্বাস প্রধানমন্ত্রীর দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর তাড়াশে আওয়ামীলীগ নেতা খুন ঢাকাসহ সব বড় শহর তারমুক্ত হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবো: প্রধান বিচারপতি দেশে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার সফল পরীক্ষা দেশে এলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির প্রথম চালান প্রধানমন্ত্রীর জন্মদিনে বিআইডব্লিউটিএর উপহার নৌকা বাইচ সব ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশ এগিয়ে যাবে: রাষ্ট্রপতি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী জন্মদিনে শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

তাড়াশে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

সিরাজগঞ্জ টাইমস / ৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনগণের যাতায়াতের নির্মানাধীন রাস্তা দখল করে বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, তাড়াশ উপজেলার পৌর শহরের থানা পাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, উপজেলার থানা পাড়ায় আজাদ মিস্ত্রির বাড়ি হতে মসজিদ পর্যন্ত জন গুরুত্বপূর্ণ রাস্তাটি পৌর সভার অর্থায়নে সংস্কার কাজ করা হয়। একই এলাকার বাসিন্দা পুলিশ কর্মকর্তা মো. মাসুদ রানা ও তার বাবা আব্দুল জলিল ওই রাস্তায় নিজস্ব সম্পত্তি দাবী করে র্নিমানাধিন রাস্তার মাঝে মাঝে খুটি পুঁতে রাস্তার কাজসহ যাতায়াতের পথ বন্ধ করে দেন। এতে ওই এলাকার জনগণ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন।

তাড়াশ পৌর সদরের আকতার হোসেন, আব্দুল ওহাব শহিদুল ইসলাম সহ আরো অনেকে অভিযোগ করে বলেন, ওই রাস্তা দিয়ে প্রতিদিন থানা পাড়ার এলাকার শতশত মানুষ যাতায়াত করে থাকেন । এবং মসজিদের যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে খানা খন্দের সৃষ্টি হওয়ায় যাতায়াতে চরম ভোগান্তি
পোহাতে হয়েছে এলাকার লোকজনের। তাছাড়া বর্ষা মৌসুমে ওই রাস্তায় পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় এ অবস্থায় পৌর সভার অর্থায়নে রাস্তাটি নির্মান করা হয়েছে। কিন্তু মাসুদ রানা পুলিশের কর্মকর্তা হওয়ায় গায়ের জোরে রাস্তায় খুঁটি পুঁতে দখলের পাঁয়তারা করছে।
দখলের অভিযোগ অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমাদের জায়গায় রাস্তা করায় খুঁটি পুঁতে রাখা হয়েছে। বিষয়টি পৌর সভার সার্ভেয়ার ভালো বলতে পারবেন।
এ বিষয়ে় তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেজবাউল করিম বলেন, রাস্তায় যিনি বেড়া দিয়ে়ছেন ওনাদের আমার অফিসে আসার জন্য বলা হয়েছে। আসলে তাদের সাথে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর