সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবলীগের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১৬সেপ্টম্বর) বিকালে নওগাঁ ইউনিয়ন যুবলীগের আয়োজনে নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন যুবলীগের (ভারপ্রাপ্ত)সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন ফকিরের সঞ্চালনায় যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সঞ্জিত কর্মকার।
আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোফাজ্জল হোসেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট,মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ অধ্যক্ষ আব্দুর রহিম,তাড়াশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয়,জেলা পরিষদের সদস্য পদ প্রার্থী ভিপি,আছাব আলী কিরণ,সিরাজ সরকার, রেজাউল করিম, যুব মহিলা সভাপতি শায়লা পারভীন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমুখ।