• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বাদশ সংসদ নির্বাচন সাবেক এমপিসহ বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে পেনশন সেবা হবে আরও সহজ আজ শুরু ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনঃতফসিল হচ্ছে না ব্যাংক আমানতে প্রবাসীদের জন্য বিশেষ মুনাফা ঘোষণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর আড়াই কিলোমিটার দৃশ্যমান ঋণখেলাপিদের ঠেকাতে আপত্তি জানাবে ব্যাংক বাংলাদেশ মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার পরিস্থিতিতে নেই শেখ হাসিনাকে যতটা সম্ভব নির্ঝঞ্ঝাটে ক্ষমতায় চায় ভারত ডলারের দাম আরও কমলো রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর জ্বালানি তেলের বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি টাকা শেষ মুহূর্তে লাগাম তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দিনে ৫০ বার ট্রেন চলবে: রেলমন্ত্রী

সিরাজগঞ্জ টাইমস / ২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘ডাবল লাইনের কাজ শেষ হলে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য ডাবল লাইন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘যেহেতু ভাঙ্গা পর্যন্ত আমাদের পুরোনো রেলপথ আছে, আমরা পুরোনো রেললাইনের সঙ্গে এটি যাতে সংযুক্ত করতে পারি, সেই জন্য ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ আপাতত বন্ধ রয়েছে। দ্রুত কাজ শেষ করে পুনরায় ট্রেন চলাচল চালু করার চেষ্টা করা হচ্ছে।’

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন রেলপথ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে রেলমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, প্রকল্প পরিচালক আবদুর রউফ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, রেলওয়ে ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে রেলমন্ত্রী শহরের জিমখানায় রেলওয়ের জমিতে সিটি করপোরেশন নির্মিত শেখ রাসেল পার্ক পরিদর্শনে যান।

তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ‘রেলের বহু সম্পত্তি সরকারি-বেসরকারি ও ব্যক্তির কাছে বেহাত হয়ে আছে। রেলের উন্নয়নে প্রয়োজন হলে সেই জায়গা উদ্ধার করা হবে।’

রেলের জায়গায় শেখ রাসেল পার্ক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে সমস্ত জায়গা দেশের ও জনগণের স্বার্থে উন্নয়নের জন্য বেদখল হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা সরকারিভাবে সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের নীতি গ্রহণ করেছি। এখানেও আমরা সেই নীতিটি গ্রহণ করব।’

মেট্রোরেল নারায়ণগঞ্জে আসবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছয়টি এমআরটি লাইনের পরিকল্পনার মধ্যে নারায়ণগঞ্জ নেই। তবে চাহিদা ও পরিকল্পনার ওপর নির্ভর করে ভবিষ্যতে তা সম্প্রসারণ হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর