সিরাজগঞ্জের কামারখন্দে মাদরাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসা এলাকার পাইকশা-কান্দাপাড়া সড়কে মানববন্ধন করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীরা।
ভুক্তভোগী ওই শিক্ষকের নাম মাওলানা মো. বজলুর রহমান। তিনি কামারখন্দের পাইকশার ইসলাম নগর দারুস সুন্নাত ফাজিল মাদরাসার অধ্যক্ষ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে মাদরাসার অফিস কক্ষে সেলিম ও তার বাহিনী প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই অধ্যক্ষ বজলুর রহমানকে এলোপাতারি মারপিট করে ও তার পড়নের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে চলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কামারখন্দ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বক্তারা এই জঘন্যতম ঘটনা ঘটনানোর অভিযোগে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়।