সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:৩৮ অপরাহ্ন

করোনার প্রভাবে দারিদ্র্য দূরীকরণে দুই বছর পিছিয়েছে এশিয়া: এডিবি

অনলাইন ডেস্ক :
  • সময় কাল : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

বিশ্বে করোনাভাইরাস মহামারীর কারণে দারিদ্র্য দূরীকরণের লড়াইয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো অন্তত দুই বছর পিছিয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার এডিবির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, ২০৩০ সালের মধ্যে বিশ্বের অতিদরিদ্র মানুষের সংখ্যা কমে ১ শতাংশের নিচে নেমে যাবে।

বর্তমানে যাদের দৈনিক আয় ১ দশমিক ৯০ ডলারের কম, তারা অতিদরিদ্র। মহামারি না হলে এই অঞ্চলে অতিদরিদ্রের হার ২ দশমিক ৯ শতাংশ কমত। কিন্তু মহামারির কারণে তা ৫ শতাংশ বেড়েছে।

এডিবির প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেন, করোনা মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গরিব ও অসহায় মানুষেরা। বিভিন্ন দেশ মহামারীর প্রভাব কাটিয়ে ওঠতে শুরু করলেও গরিব ও অসহায় মানুষদের স্বাবলম্বী হওয়া কঠিন হয়ে উঠেছে।

 

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102