প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৪, ১১:০৯ এ.এম
কক্সবাজারে হবে উন্মুক্ত কারাগার
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, উন্নত দেশের মতো বাংলাদেশে উন্মুক্ত কারাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মালয়েশিয়ার কমিউনিটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের (সিআরপি) আদলে উন্মুক্ত কারাগার নির্মাণের জন্য কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় ১৬০ একর জমি বন্দোবস্ত পাওয়া গেছে। উন্মুক্ত কারাগার নির্মাণের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে।
গতকাল জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদ চলবে ৯ মে পর্যন্ত : দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন গতকাল বিকালে শুরু হয়েছে। এর আগে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে চলতি অধিবেশন ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়। প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে।
Copyright © 2025 sirajganjtimes. All rights reserved.