• সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে রোগীর পেট থেকে বেরিয়ে এলো ১৫টি কলম! বোরোর বাম্পার ফলন ও দামে কৃষকের মুখে হাসি উল্লাপাডায় ট্রাক-সিএনজি সংঘর্ষ ১ জন নিহত শাহাজদপুরে বজ্রপাতে কৃষি দিনমজুর নিহত সিরাজগঞ্জে ১১ হাজার ইয়াবাসহ কারবারি আটক তাড়াশে মেয়র পদে আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শামসুল মির্জার ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া চাঁদ গ্রেপ্তার সলঙ্গার ধুবিলে উন্নয়ন সমূহ অবহিতকরণ সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় গভীর রাতে অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল যুবকের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত উল্লাপাড়ায় এক সুদ কারবারির মামলার ফাঁদে দিশেহারা সাধারন মানুষ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তাড়াশে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন সলঙ্গায় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে অস্ত্র জমা দিয়ে ৩১৫ চরমপন্থীর আত্মসমর্পণ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আব্দুস সালাম তাড়াশ পৌরসভার মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী সলঙ্গায় গাড়ির চাপায় প্রাণ গেল সার্ভেয়ারের উল্লাপাড়ায় পাঁচ বিঘা জমি বেচে একটি রেডিও! খবর শুনতেন ১০ গ্রামের মানুষ উল্লাপাড়ায় এমপি’র সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা উল্লাপাড়ায় সন্ত্রাসী নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না-তানভীর ইমাম এমপি তাড়াশে জমিজমা বিরোধে হামলা-ভাংচুর,নারীসহ আহত ৬

নিজস্ব প্রতিবেদক :

উল্লাপাড়ায় সন্ত্রাসী নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না-তানভীর ইমাম এমপি

সিরাজগঞ্জ টাইমস / ২২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৯ মে, ২০২৩

সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনের এমপি তানভীর ইমাম বলেছেন,এই উপজেলায় কোন সন্ত্রাসী, নাশকতাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।

এক সময় তারা আগুন সন্ত্রাস করে এ উপজেলার বিভিন্ন মানুষের ঘরবাড়ি,ব্যবসা প্রতিষ্ঠান,গাড়ি জ্বালিয়ে দিয়েছিলো। তাদের হাত থেকে গবাদিপশু পর্যন্ত রক্ষা পায়নি। হরতাল অবরোধের নামে রাস্তা ঘাট অচল করে দিয়েছিলো তারা।

প্রতিদিন গুম,খুন,জবর দখল করতো। মানুষ চরম নিরাপত্তাজীনতায় বসবাস করতো। আমি এমপি নির্বাচিত হয়ে তাদের শক্ত হাতে দমন করেছি। এখন এ উপজেলায় উন্নয়ন ও শান্তির সুবাতাস বইছে।

শুক্রবার বিকেলে উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত চা চক্র ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,এ উপজেলা থেকে সন্ত্রাসী,নাশকতাকারীদের বিদায় করে উন্নয়নের বীজ বপন করেছি। এখানে এখন আর গুম,খুন হয় না। উপজেলার প্রতিটি এলাকায় পরিকল্পিত উন্নয়ন করায় মানুষের জীবন যাত্রায় পরিবর্তনের ছোঁয়া লেগেছে।

বিলাঞ্চল থেকে মানুষ যে কোন সময় শহরে মালামাল নিয়ে আসা যাওয়া করতে পারছে। তারা অর্থনৈতিকভাবে এখন সচ্ছলতা অর্জন করেছে। এই শান্তিপূর্ণ পরিবেশ এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও তিনি নৌকায় ভোট দেবার আহ্বান জানান।

দূর্গানগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ রহম আলীর সভাপতিত্বে চা চক্র ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না সহ প্রমুখ।

বৈঠকে উপজেলা,স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার হাজার হাজার মানু্ষ অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর