• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বাদশ সংসদ নির্বাচন সাবেক এমপিসহ বিএনপির ১৪ নেতা ভোটের মাঠে পেনশন সেবা হবে আরও সহজ আজ শুরু ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনঃতফসিল হচ্ছে না ব্যাংক আমানতে প্রবাসীদের জন্য বিশেষ মুনাফা ঘোষণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাংকের নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর আড়াই কিলোমিটার দৃশ্যমান ঋণখেলাপিদের ঠেকাতে আপত্তি জানাবে ব্যাংক বাংলাদেশ মার্কিন নিষেধাজ্ঞায় পড়ার পরিস্থিতিতে নেই শেখ হাসিনাকে যতটা সম্ভব নির্ঝঞ্ঝাটে ক্ষমতায় চায় ভারত ডলারের দাম আরও কমলো রিটার্ন জমার সময় দুই মাস বাড়িয়েছে এনবিআর জ্বালানি তেলের বিপিসির কর-পূর্ববর্তী মুনাফা ৬২৯৬ কোটি টাকা শেষ মুহূর্তে লাগাম তৃণমূল বিএনপির ২৩০ আসনে প্রার্থী ঘোষণা নতুন ব্যয়ে কঠোর বিধিনিষেধ ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা ঋণ-আমানতের সুদহারে সীমা প্রত্যাহার পার্বত্যাঞ্চলে দেশের উঁচু সড়ক নির্মাণের কীর্তি প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন

শাহ আলী জয়

উল্লাপাড়ায় পাঁচ বিঘা জমি বেচে একটি রেডিও! খবর শুনতেন ১০ গ্রামের মানুষ

সিরাজগঞ্জ টাইমস / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২০ মে, ২০২৩

আলতাফ হোসেন। বয়স ৬৬ বছর। অনেকের কাছে রেডিও আলতাফ নামে পরিচিত। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে। আলতাফ হোসেনের বাবা দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে জাপানি ব্র্যান্ডের একটি রেডিও কিনে সে সময় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তখনকার সময়ে আশপাশের ১০/১২ গ্রামের মধ্যে এটিই ছিল একমাত্র খবর শোনা ও বিনোদনের মাধ্যম। বাবার ওই পুরনো দিনের রেডিওটি আজও অতিযতেœ আগলে রেখেছেন আলতাফ।

তার বাড়িতে গেলে আলতাফ হোসেন পুরনো দিনের সেই রেডিও বের করে পরিষ্কার করে ঘটনার বিস্তারিত বলেন। তিনি বলেন বাবার রেখে যাওয়া পুরনো দিনের রেডিওটি প্রতিদিন বের করে পরিষ্কার করি। পরিস্কার শেষ হলে যতœসহকারে কাপড় দিয়ে মুড়িয়ে বাক্সে রেখে দেই।

তিনি জানান,বাবা দেলোয়ার হোসেন ১৯৬৫ সালে ৫ বিঘা জমি বিক্রি করে এই রেডিওটি কিনেছিলেন। সেই সময় প্রতি বিঘা ৫০ টাকা করে ৫ বিঘা জমি ২৫০ টাকায় বিক্রি করে পাবনা থেকে জাপানি তিন ব্র্যান্ডের একটি রেডিও কিনে আনেন। সেই সময় দেলোয়ার হোসেনের এই রেডিও শুনতে দূরদূরান্ত থেকে মানুষ আসত তার বাড়িতে।

এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় গ্রামের মানুষ যুদ্ধের সব খবর শুনতেন এই রেডিওর মাধ্যমে। আর এই রেডিওর মাধ্যমে যুদ্ধের খবর সবার মধ্যে ছড়িয়ে দেয়ার কারণে পাকবাহিনী তাকে নির্যাতন করে তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তারপরও এই রেডিওর প্রতি অন্যরকম ভালোবাসা ছিল বাবার (দেলোয়ার হোসেন)। বিশেষ করে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনা ও বঙ্গবন্ধুর বিভিন্ন খোঁজখবর রাখতেন এই রেডিওর মাধ্যমে। খবর শোনার প্রবল আগ্রহ ছিল বাবার। রেডিওটি সচল রাখতে ব্যাটারি কেনার টাকা না থাকায় পরবর্তী সময়ে বেশকিছু জমি বিক্রি করে দিয়েছিলেন তিনি।
এরপর ১৯৭৫ সালে অর্থের অভাবে গ্রামের এক ব্যক্তির কাছে শখের রেডিওটি বন্ধক রেখে মারা যান বাবা (দেলোয়ার হোসেন)।

মৃত্যুর পর তার বড় ছেলে আলতাফ হোসেন ২০২২ সালে বন্ধুক রাখা সেই রেডিওটি ফিরিয়ে আনেন। সেই থেকে বাবার শেষ স্মৃতি শখের রেডিওটি আগলে রেখেছেন তিনি। ৪৮ বছর পর বাবার রেডিওটি হাতে পেয়ে খুশি ছেলে আলতাফ। আধুনিক সভ্যতার যুগে রেডিওর কদর না থাকলেও আলতাফ তার বাবার রেডিওটি নিয়ে এখনো ঘুরে বেড়ান।এ জন্য গ্রামে তিনি এখন রেডিও আলতাফ নামে পরিচিত ।

রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান,জমি বিক্রি করে রেডিও কেনার ঘটনাটি সত্য। তার বাবা দেলোয়ার হোসেন সব জমি বিক্রি করে গেছেন। তার ছেলেদের আর কিছু নেই। তবে আলতাফ হোসেন সাদা মনের মানুষ। সবাই তাঁকে ভালোবাসেন। তার স্ত্রী চায়না খাতুন আমার পরিষদের সংরক্ষিত আসনের সদস্য। বাবা দেলোয়ার হোসেনের শেষ স্মৃতি রেডিওটি অতিযত্নে রেখেছেন আলতাফ হোসেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর