সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:২৬ অপরাহ্ন

উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ভুল সংশোধনের সুযোগ

অনলাইন ডেস্ক
  • সময় কাল : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ, ভার্সন, ছবি পরিবর্তন ছাড়াও ভর্তি বাতিল কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এই সময়ের মাঝে নির্ধারিত ফি জমা দিয়ে কলেজগুলো বোর্ডের ওয়েবসাইটে লগইন করে শিক্ষার্থীদের তথ্য সংশোধন করতে পারবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকা বোর্ড থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনের জন্য ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভাগ বা গ্রুপ পরিবর্তনের ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। আর ভর্তি বাতিলের ক্ষেত্রে ৬০০ টাকা ফি। তবে শিক্ষার্থীদের শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।

বিজ্ঞপ্তিতে বোর্ড আরও জানিয়েছে, এই কার্যক্রম সম্পূর্ণরূপে অনলাইনে সম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা কলেজে তার চাহিদা মোতাবেক আবেদন করলে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের ওয়েবসাইটে লগইন করে অনলাইনে শিক্ষার্থীর চাহিদা মোতাবেক সংশোধনী সম্পন্ন করবে। সেই সঙ্গে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের প্রয়োজনীয় ফি শিক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করে সোনালী সেবার মাধ্যমে জমা দেবেন। পরে বোর্ডের অনুমোদন সাপেক্ষে সংশোধনী কার্যকর হবে এবং সংশোধিত তথ্যাবলী কলেজ কর্তৃপক্ষ অনলাইনেও দেখতে পারবে।

নিউজটি শেয়ার করুন....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর
এই নিউজ পোর্টালের লেখা,ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ।
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102